মুম্বইয়ের রাস্তায় ঢাক-ঢোল-তাসা নিয়ে দেদার নাচ ভিকি-সারার! বিলাসবহুল গাড়িতে নয়, এবার হলুদ-কালো অটোয় চেপে অভিনব প্রচারে নামলেন দুজনে। মুক্তি পেয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘জরা হাটকে জরা বাঁচকে’ ছবির ট্রেলার। আর সেই ছবির ট্রেলার লঞ্চেই এমন অভিনব আয়োজন অভিনেতা-অভিনেত্রীর। মুম্বইয়ের রাস্তায় ভিকি আর সারাকে স্বাগত জানাতে সামিল হয়েছিল অগুনতি জনতা। আর সেই জনতার উল্লাসেই ভেসে গেলেন ভিকি কৌশল আর সারা আলি খান।
কিছুদিন আগেই ঠিক ছিল আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে শাহরুখ এবং দীপিকার ‘জওয়ান’। পরে যদিও সেই মুক্তির তারিখ পিছোনো নিয়ে বেশ কয়েকদিন ধরেই জলঘোলা চলছিল। এবার সেই তারিখেই মুক্তি পেতে চলেছে আরও একটি ছবি। আর সেই ছবিতেই প্রথমবার একফ্রেমে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশল এবং সারা আলি খানকে। ছবির নাম নিয়ে প্রথমে জলঘোলা চলছিল। প্রথমে এই ছবির নাম ঠিক হয় ‘জরা হটকে জরা বাঁচকে’, পরে যদিও তা পালটে উঠে আসে ‘লুকা ছুপি ২’ নামটি। কিন্তু পরে যদিও প্রথম নামটিই স্থির হয় প্রযোজনা সংস্থার তরফে। গত ৫ মে এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় ভিকি একদৃষ্টে তাকিয়ে আছে সারার দিকে, নিষ্পলক দৃষ্টি যেন। জরা হটকে জরা বাঁচকে আদপেই ‘লুকা ছুপি’র সিক্যুয়েল। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল লক্ষ্মণ উত্তেকর পরিচালিত ছবি ‘লুকাছুপি’। লিভ ইন নাকি বিয়ে প্রেমিক-প্রেমিকাদের কোন পথে যাওয়া উচিত এই প্রশ্নই তুলে ধরেছিল ছবির চিত্রনাট্য। সেখানে গুড্ডু আর রশ্মির প্রেম সাড়া ফেলে দিয়েছিল নেটিজেনদের মনে। এবার সেই কাহিনিরই ছায়া দেখা যাবে কিনা এই ছবিতে তা নিয়ে ধোঁয়াশা এখনও। তবে কার্তিক আরিয়ান আর কৃতি শ্যাননের বদলে এবার ‘লুকাছুপি’র সিক্যুয়েলে দেখা যাবে ভিকি কৌশল এবং সারা আলি খানকে।
এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাদা টিশার্ট আর তার সঙ্গে মানানসই ডেনিম জ্যাকেট আর ডেনিম প্যান্টে ভিকির থেকে যেন চোখ সরানোই যাচ্ছিল না। অন্যদিকে উজ্জ্বল হলুদ শাড়িতে স্পট লাইট কাড়েন সারা। সঙ্গে ঢোলের তালে কোমর দোলালেন অভিনেত্রীও। এমন অভিনব ছবির প্রচারে সাড়া পড়েছে বি-টাউন জুড়ে।