Vicky-Katrina: হল না দেখা, ক্যাটরিনাকে ছাড়াই একাকী দিন কাটছে ভিকি কৌশলের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 30, 2022 | 7:10 PM

জুহুর নতুন ফ্ল্যাটে কর্মহীন এক রবিবার। আরব সাগরের কোলে তখন সূর্য ঘুমিয়ে পড়ার তোড়জোড় করছে।

Vicky-Katrina: হল না দেখা, ক্যাটরিনাকে ছাড়াই একাকী দিন কাটছে ভিকি কৌশলের
ক্যাটরিনাকে ছাড়াই ছুটির দিন কাটল ভিকি কৌশলের

Follow Us

বিয়ের পর থেকে হাতগোনা দিন একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। কথা হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। স্বামী-স্ত্রী দুজনেরই ব্যস্ত শিডিউল। তাই রবিবার ছুটির দিনেও জুহুর বাড়িতে একাকী কাটল ভিকির। যদিও সঙ্গী ছিল তিন জন। ছবি শেয়ার করে ভিকি জানিয়েছেন সে কথা।

জুহুর নতুন ফ্ল্যাটে কর্মহীন এক রবিবার। আরব সাগরের কোলে তখন সূর্য ঘুমিয়ে পড়ার তোড়জোড় করছে। এরকমই এক ছবি শেয়ার করে ভিকি লিখেছেন, ‘সানসেট, স্ক্রিপ্ট, কফি আর গাজরের হালুয়া’। ফাঁকা বাড়িতে সূর্যাস্তর সঙ্গে ভিকির সঙ্গী এরাই। গত বৃহস্পতিবারই শুটিংয়ে উদ্দেশে লন্ডনে পাড়ি দিয়েছেন ক্যাটরিনা। আবার ওই দিনই ইন্দোর থেকে শুট ছেড়ে বাড়ি ফিরেছেন ভিকি। কারও সঙ্গেই কারও দেখা হয়নি। কাজ বড় বালাই!

এর আগে বছরের প্রথম দিন স্ত্রীর সঙ্গে কাটানোর জন্য এক দিনের ছুটি নিয়ে মুম্বই এসেছিলেন ভিকি। এমনকি বিয়ের পর প্রথম লহোরি স্বামীর সঙ্গে কাটানোর জন্য সোজা ইন্দোর চলে গিয়েছিলেন ক্যাটও। কিন্তু এর পর আর তাঁদের একসঙ্গে সময় কাটানো হয়নি, যা নিয়ে নানা মন্তব্য ভেসে এসেছে অনুরাগীদের তরফে। তাঁদের দুজনকে নিয়ে চিন্তিত তাঁরা।
একজন লিখেছেন, “দুজনেই কাজ পাগল। কাজের চাপে তাই রোম্যান্সে ভাঁটা।” আর একজন লিখেছেন, “এভাবে চললে বিচ্ছেদ হতেও বেশি দেরি নেই”। জদিইও তাঁদের পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। তাঁরা দুজনেই পরিশ্রমী, কথা দিয়ে কথা রাখেন, তাই সেই কারণেই আপাতত কাজকেই গুরুত্ব দিচ্ছেন বলে মনে করছেন অনেকে।

 

গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিক্যাট। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের। ব্যস্ততা রয়েছে, রয়েছে প্রেমও। প্রেমের মাঝে ব্যস্ত জীবন যেন বাধা হয়ে না দাঁড়ায় আপাতত সেই প্রার্থনাই ভিক্যাট ভক্তদের।

 

Next Article