AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vidya Balan: ‘বিদ্যার গোপন সন্তান প্রকাশ্যে?’ ছবি লিক হতেই সত্যি এল সামনে

Vidya Balan: 'বিদ্যা বালানের সঙ্গে এই মেয়েটি কে?' সোশ্যাল মিডিয়ায় এক পাপারাৎজি ছবিটি শেয়ার করে পলকে লিখে বসলেন, 'মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা বালান'। এই ক্যাপশন দেখা মাত্রই অভিকাংশই ভেবে বসেন এই সন্তানটি বিদ্যা বালানের। এরপরই ওঠে প্রশ্ন, এত দিন এই সন্তানকে তিনি ঠিক কোথায় লুকিয়ে রেখেছিলেন?

Vidya Balan: 'বিদ্যার গোপন সন্তান প্রকাশ্যে?' ছবি লিক হতেই সত্যি এল সামনে
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 1:00 PM
Share

‘বিদ্যা বালানের এক মেয়ে রয়েছে’, ‘তাঁর সন্তানকে তিনি এতদিন সকলের চোখের আড়ালে করে রেখেছিলেন’, ‘গোপন সন্তানকে প্রকাশ্যে আনেননি কোনওদিন’,– এমন নানা মন্তব্য গত ২৪ ঘণ্টায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ফাঁস হওয়া এক ছবি নিয়েই যত জল্পনা, কে এই মেয়ে? সত্যি কি সে বিদ্যা বালানের গোপন মেয়ে? প্রাথমিকভাবে দেখা যাক এই জল্পনার সূত্রপাত কোথায়? বিমান বন্দরে সম্প্রতি বিদ্যা বালানকে একটি মিষ্টি মেয়ের সঙ্গে পোজ় দিতে দেখা যায়। হাসি মুখে তাকে জড়িয়ে ধরে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ় দিলেন অভিনেত্রী। জল্পনার সূত্রপাত সেখান থেকেই। বিদ্যা বালানের কোনও সন্তান নেই, বিবাহিত নন তিনি, পাশাপাশি কোনও সন্তানকে কোনওদিন যে তিনি দত্ত্বক নিয়েছেন এই খবরও প্রকাশ্যে আসেনি। ফলে এই পোস্ট দেখা মাত্রই একবাক্যে সকলের মনে প্রশ্ন জাগে সত্যি এই সন্তান কে?

‘বিদ্যা বালানের সঙ্গে এই মেয়েটি কে?’ সোশ্যাল মিডিয়ায় এক পাপারাৎজি ছবিটি শেয়ার করে পলকে লিখে বসলেন, ‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা বালান’। এই ক্যাপশন দেখা মাত্রই অভিকাংশই ভেবে বসেন এই সন্তানটি বিদ্যা বালানের। এরপরই ওঠে প্রশ্ন, এত দিন এই সন্তানকে তিনি ঠিক কোথায় লুকিয়ে রেখেছিলেন, কেউ প্রশ্ন করেন, বিদ্যা তাঁর সন্তানকে কেন প্রকাশ্যে আনেননি? কিন্তু সবটাই জল্পনা। কারণ এই প্রশ্নের মুখে অভিনেত্রীকে পড়তে হয় কেবল মাত্র এক পাপারাৎজির ভুল ক্যাপশন লেখার জন্য।

এরপর হিন্দুস্তান টাইমস-এ মুখ খুললেন অভিনেত্রী। সবটাই স্পষ্ট করে জানালেন, বললেন, ও আমার বোনের মেয়ে। নাম ইরা। ওর এক যমজ ভাইও আছে। নাম রুহান। তবে বিদ্যা বালান অতীতেও জানিয়েছেন, যে এই দুই সন্তান তাঁর জীবনের লাইফ লাইন। প্রসঙ্গত, তাঁকে অতীতে দেখা গিয়েছে নিয়াত ছবিতে। সামনেই তাঁর পরবর্তী ছবির মুক্তি, লাভার্স ছবিতে দেখা যাবে তাঁকে। যেখানে বিদ্যার পাশাপাশি কাজ করছেন ইলিয়ানা ডিক্রজ় ও প্রতীক গান্ধী।