Vidya Balan: ‘আপনার ক’টা অ্যাওয়ার্ড কেনা?’ শাহরুখকে প্রকাশ্যে তোপ বিদ্যার
Viral Video: শাহরুখ খান সকলের ঝুলিতে কটা পুরস্কার আছে তা নিয়ে চর্চায় ছিলেন মত্ত। এমনই সময় তাঁকে বিদ্যা বালান জিজ্ঞাসা করে বসেন, তাঁর কাছে কটা পুরস্কার রয়েছে, শাহরুখ খান কিছুটা ভেবে উত্তর দেন কখনও গুনে দেখেননি তবে হবে ১৫৫ টা।

বিদ্যা বালান, বলিউডের অন্দরমহলে থেকেও তিনি যেন খানিকটা অন্য সুরে কথা বলেন। তিনি নেই কোনও স্বজন পোষনে, নেই প্রথম সারির তারকাদের দলা-দলিতে। সম্পূর্ণ ছকভাঙ্গা অন্য স্বাদের ছবি এখন দর্শকদের উপহার দিচ্ছেন অভিনেত্রী। যেখানে মিশন মঙ্গল-এর মতো ছবি থাকছে আবার থাকছে তুমহারি সুলু-র মতো ছবি। বিদ্যা বালান তাই খুব একটা রাগ ঢাক করে কথা বলতে পছন্দ করেন না, যার প্রমাণ একাধিকবার মিলেছে বিভিন্ন ক্ষেত্রে। একবার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সে শাহরুখ খানের উদ্দেশে যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তা শোনা মাত্রই চমকে উঠেছিলেন অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে। সে বছর আইফা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বলিউডের দুই মেগাস্টার শহীদ কাপুর ও শাহরুখ খান।
যেখানে শাহরুখ খান সকলের ঝুলিতে কটা পুরস্কার আছে তা নিয়ে চর্চায় ছিলেন মত্ত। এমনই সময় তাঁকে বিদ্যা বালান জিজ্ঞাসা করে বসেন, তাঁর কাছে কটা পুরস্কার রয়েছে, শাহরুখ খান কিছুটা ভেবে উত্তর দেন কখনও গুনে দেখেননি তবে হবে ১৫৫ টা। শাহরুখ খান কথা শেষ করার আগেই বিদ্যা বালেন পাল্টা প্রশ্ন করে বসেন, ‘এর মধ্যে কিনেছেন কটা’। বিদ্যা বালানের এই প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য পাল্টে গিয়েছিল শাহরুখ খানের মুখের অবয়ব। তবে পরিস্থিতি সামাল দিয়ে কিং খান হাসতে হাসতেই এই কটাক্ষের পাল্টা জবাব দিতে বলেন ‘দেড়শটা মত’। যা শুনে হাসির রোল ওঠে উপস্থিত প্রত্যেকের মধ্যে এবং হাসিমুখে পরিস্থিতি সামলে নেন শাহরুখ খান। বিদ্যা বালান এই দিন আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন তাঁর কাছে যে কটা পুরস্কার রয়েছে তা প্রত্যেকটাই তার অর্জিত, তাঁর যোগ্যতার পুরস্কার, তবে শাহরুখ খানের মতো সুপারস্টারের ঝুলিতে যে ভুরি ভুরি পুরস্কার থাকবে বলার অপেক্ষা রাখে না। তবে বিদ্যার স্পষ্ট প্রশ্ন আজও নেট পাড়ায় চর্চিত। তাই মাঝে মধ্যেই ফিরে আসে এই ভাইরাল ভিডিয়োর কাট-আউট।
No hate for SRK but This short video is the reality checked by Vidya Balan of SRK 😅😅😆 pic.twitter.com/4Vxdp83rxt
— The Winter Guy❄️ (@The_WinterGuy) August 25, 2023





