Vidyut Jammwal: নগ্ন হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছেন বিদ্যুৎ, হঠাৎ কী হল অভিনেতার…
Viral Post: মার্শাল আর্টে বিশেষজ্ঞ এই স্টার মাঝে মধ্যে প্রকৃতির মাঝে সময় কাটাতে উপস্থিত হন। তিনি বরাবরই শরীর সম্পর্কেও সচেতন। কতটা চ্যালেঞ্জ তিনি নিতে পারে, কতটা নিজেকে ফিট রাখতে মরিয়া তিনি তার প্রমাণ রেখে গিয়েছেন শত শতবার। বিদ্যুৎ জামাল মাঝে মধ্যেই বেশ কিছু ছবি করে থাকেন।

বলিউডের অন্যতম অ্যাকশন হিরো যেন রাতারাতি হয়ে গেলেন টার্জেন। যাঁর অ্যাকশনে বুঁদ নেটদুনিয়া, হঠাৎ সেই স্টারের এমন কি হল, নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না ভক্তরা। বিদ্যুৎ জামালেন ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাথায় চেনা ছকে কাটা চুল, হিমালয়ের কোলে কোলে ঘুরছেন তিনি। কিন্তু সত্যি পরণে নেই একটু সুতোও। কখনও পাড়ার বেয়ে আসা ঝর্ণার জলে করছেন স্নান। কখনও জঙ্গলের মাঝে করছেন প্রাণায়াম। করছেন ব্যয়াম। এখানেই শেষ নয়, নিজেই কোনও মতে দুমুঠো খাবার রান্না করে খাচ্ছেন। নিজের জন্মদিন এভাবেই সেলিব্রেট করছেন অভিনেতা। তবে পুরো জার্নিটাতে অধিকাংশ সময়ই নগ্ন থাকছেন তিনি। বিদ্যুৎ বিশ্বাস করেন যে প্রতিটা মানুষেরই বছরে ৭ থেকে ৯দিন নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো প্রয়োজন। বিদ্যুৎ জামাল প্রতিটা মুহূর্তে প্রকৃতি, শরীর ও মানসিক স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকেন।
মার্শাল আর্টে বিশেষজ্ঞ এই স্টার মাঝে মধ্যে প্রকৃতির মাঝে সময় কাটাতে উপস্থিত হন। তিনি বরাবরই শরীর সম্পর্কেও সচেতন। কতটা চ্যালেঞ্জ তিনি নিতে পারে, কতটা নিজেকে ফিট রাখতে মরিয়া তিনি তার প্রমাণ রেখে গিয়েছেন শত শতবার। বিদ্যুৎ জামাল মাঝে মধ্যেই বেশ কিছু ছবি করে থাকেন। ওটিটি-তেও চলছে কথা। তবে জীবনের ৪৩ তম জন্মদিন যেভাবে সেলিব্রেট করলেন তিনি তা দেখে এক কথায় সকলেই অবাক। সাহসী পদক্ষেপে নজর কাড়লেন তিনি, হলেন প্রশংসিতও। বিদ্যুৎকে নিয়ে দর্শক মনে বরাবরই এক বিশেষ উত্তেজনা বর্তমান। তবে বলিউডে যে বহু ছবি করেছেন এমন না। মাঝে মধ্যে পর্দায় দেখা যায় তাঁকে। সুপারহিট ছবিও নেই অভিনেতার ঝুলিতে। তবে তাঁর অ্যাকশন বারবার দর্শক মনে জায়গা করে নিয়েছে। এবার তাঁর জন্মদিন সেলিব্রেশনের কায়দা দেখে অবাক নেটপাড়া আরও একবার প্রশংসায় ভাসলেন।
View this post on Instagram
