Vikram Vedha Trailer: প্রকাশ্যে ‘বিক্রম বেধা’র নতুন পোস্টার, কবে মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার?
Vikram Vedha: বিক্রম বেধা-র টিজার ২৪ অগস্ট সামনে এসেছিল। টিজারটি মুহূর্তে দর্শকদের নজর কাড়ে। পর্দায় আবারও হৃত্বিক রোশনের দাপট, সঙ্গে সইফ আলি খান।
পুষ্কর-গায়ত্রীর অ্যাকশন-থ্রিলার বিক্রম বেধা-র টিজার ২৪ অগস্ট সামনে এসেছিল। টিজারটি মুহূর্তে দর্শকদের নজর কাড়ে। পর্দায় আবারও হৃত্বিক রোশনের দাপট, সঙ্গে সইফ আলি খান। একটি চমক হিসাবে মুক্তি পেয়েছিল অ্যাকশন প্যাকড ভিজ্যুয়াল টিজ়ারটি। পাশাপাশি বিক্রম বেধা একটি আকর্ষক গল্প, যেখানে হৃতিক রোশনকে বেধা এবং সাইফ আলি খানকে বিক্রমের চরিত্রে দেখা যাবে। বিক্রম বেধা-র টিজার প্রকাশের পর থেকে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। দর্শকদের প্রত্যাশাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ৪ সেপ্টেম্বর ছবি নির্মাতাদের পক্ষ থেকে ছবির নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে। এবার একই ফ্রেমে দুই হিরো। উভয় লিডকে আগে কখনও দেখা যায়নি এক সঙ্গে।
তবে সুখবর কেবল একটাই নয়। বিক্রম বেধার নতুন পোস্টার মুক্তির পাশাপাশি প্রকাশ্যে আনা হল আরও এক খবর। কবে মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার, না, খুব বেশি দিনের অপেক্ষা নয়। ৮ সেপ্টেম্বরই সামনে আসছে বিক্রম বেধা ছবির ট্রেলার। বিক্রম বেধার নতুন পোস্টার হৃতিক রোশন এবং সাইফ আলি খানকে প্রথমবারের মতো একই ফ্রেমে একসঙ্গে নিয়ে এসেছে। পোস্টারটিতে স্পষ্ট যে দর্শকরা পর্দায় দারুণ অ্যাকশনের মুখোমুখি হতে চলেছে। হৃতিককে একটি স্লাইডিং পজিশনে বন্দুক ধরে থাকতে দেখা যায়, আর সাইফ একটি শুটিং পজিশনে। হৃতিক এবং সাইফ ভক্তদের জন্য অবশ্যই একটি বিশাল উত্তেজনা।
View this post on Instagram
“এক কাহানি সুনায়ে, স্যার?” এই লাইনটিই বিক্রম বেধের টিজার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে শিহরণ সৃষ্টি করে। হৃতিক রোশন এবং সাইফ আলি খান অভিনীত ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজারটি আপনাকে বিক্রম বেধার জগতে নিয়ে যাবে। যোগ্য সংলাপ, অ্যাকশন সিকোয়েন্স এবং আবেগে ভরপুর, আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক সহসবটা সকলের সামনে মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর, ততদিনের জন্য অপেক্ষাকে বেশ কঠিন করে তুলবে দর্শকদের কাছে, তা বেশ স্পষ্ট।