Delhi Belly: দশ বছর পার, ‘গোটা টিমটাই ছিল উন্মাদ’, আবেগে ভাসলেন বীর-পূর্ণারা
ছবির তথাকথিত নায়ক যদি ইমরান খান তবে বীর দাস অন্যতম সেনাপতি। ছবিতে এক অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বছর দশেক পর নস্টালজিক বীর লিখেছেন...
অফার গিয়েছিল রণবীর কাপুর এবং চিত্রাঙ্গদা সিংয়ের কাছে। শেষ মুহূর্তে ‘না’ করে দিয়েছিলেন তাঁরা। অথচ অভিনব দেবের দিল্লি বেলিই বলিউডে ছবির ইতিহাসে হয়ে রইল মাইলস্টোন। টাকার অঙ্কের দিক দিয়ে তো বটেই, সমালোচক মহলেও কুড়িয়ে নিয়েছিল একরাশ প্রশংসা। সেই ছবির দেখতে দেখতে দশ বছর পার। স্মৃতিতে ডুব দিলেন ছবির তারকারা। বীর দাস থেকে শুরু করে পূর্ণা জগ্ননাথন– শেয়ার করলেন অভিজ্ঞতা।
ছবির তথাকথিত নায়ক যদি ইমরান খান তবে বীর দাস অন্যতম সেনাপতি। ছবিতে এক অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বছর দশেক পর নস্টালজিক বীর লিখেছেন, “প্রথম যখন স্ক্রিপটা পড়েছিলাম, মনে হয়েছিল বোকা শিশু আমরা। সেটে যখন যাই মনে হয়েছিল এমন এক পাগলামি সৃষ্টি করতে চলেছি আমরা যা হয়তো আর কোনওদিনও করতে পারব না। শুরু থেকে শেষে, কাস্ট থেকে ক্রিউ… পুরোটিমটাই ছিল উন্মাদ, অসম্ভব ভাল আর ক্রেজি…”।
It was like my fifth audition for this crazy movie over two years. The first time the three of us read together. It just felt right. Eventually we joined a set with a special feeling, that we were making madness that we may never get to again. #10yearsOfDelhiBelly pic.twitter.com/jdz1Y1Kl7V
— Vir Das (@thevirdas) July 1, 2021
স্মৃতিতে ডুব দিয়েছেন, ছবির আর এক অভিনেত্রী পূর্ণা জগন্নাথনও। তিনি লিখেছেন, “বছর দশেক পর… এই ছবি আমার জীবন বদলে দিয়েছিল। এই ছবি থেকেই দুই মারাত্মক ভাল বন্ধু আমি পেয়েছি।” ছবিটি মুক্তি পাওয়ার পর সেন্সার বোর্ডের রোষের মুখে পড়েছিল। বাদ দিতে হয়েছিল বেশ কয়েকটি দৃশ্য। সিনেমার গানগুলি তো আজও লোকের মুখে মুখে। আমির খান এবং কিরণ রাও ছিলেন প্রযোজনার দায়িত্বে। শুহদু ভারতেই নয়, বিদেশেও ওই ছবি বেশ সাফল্য লাভ করেছিল। দশ বছর কেটে গেলেও দিল্লি বেলির রেশ কাটেনি আজও।
View this post on Instagram