Vivek On Alia: ‘…আমি একেবারেই সহ্য করতে পারি না’, আলিয়াকে নিয়ে সরব বিবেক?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 30, 2023 | 1:27 PM

Alia Bhatt: সদ্য মুক্তি পেয়েছে পরিচালকের নতুন ছবি। যাকে তিনি বলিউডের প্রথম বিজ্ঞাননির্ভর ছবির তকমা দিতে চান। তাঁর কথায় রকেট্রি ছবি যদি প্রথম হয়ে থাকে তবে এই ছবি দ্বিতীয়। যদিও ছবি নিয়ে মন্তব্য করতে গিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুরের সঙ্গে এক প্রকার বচসায় জড়িয়ে যান তিনি।

Vivek On Alia: ...আমি একেবারেই সহ্য করতে পারি না, আলিয়াকে নিয়ে সরব বিবেক?

Follow Us

‘দ্য ভ্যাকসিন ওয়ার’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলিউড নিয়ে একের পর এক মন্তব্যের জেরে এখন চর্চা তুঙ্গে। কয়েকদিন আগেই অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন বলিউড থেকে, তাঁর কথায়, বলিউড দর্শকদের বোকা ভাবে। তিনি নিজে যে ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করেন, সেই স্বাদের ছবি বলিউড দর্শকদের পাতে তুলে দিতে এখনও দ্বিধাবোধ করে। এমনই পরিস্থিতিতে এবার দ্য কাশ্মীর ফাইলস পরিচালক জানালেন তাঁর আলিয়া প্রীতির কথা। আলিয়া ভাট তাঁর বরাবরের খুব পছন্দের অভিনেত্রী।

পরিচালক মনে করেন আলিয়া ভাট নিজেকে যেভাবে সামলাচ্ছেন তাতে তা এক কথায় সঠিক। তিনি আলিয়া ভাটের ভক্ত। বিবেক বলেন, ”আমি আলিয়ার ভক্ত ছিলাম। আমি মনে করি আলিয়া আমার পরিবারের এক অংশ। আমার মনে হয়, শেষ কয়েক বছরে যেভাবে তিনি চলছেন, তিনি যথেষ্ট পরিণত অভিনেত্রী। অভিনয় গুণ, বুদ্ধি সবটা মিলিয়ে আমি আলিয়ার এই এগিয়ে যাওয়াটাকে সমর্থন করি। বিশেষ করে লোকসমাজে সে যেভাবে নিজেকে তুলে ধরেছে। যেখানেই কোনও আলোচনা হয়, আমি আলিয়ার বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য গ্রহণ করতে রাজি নই। আলিয়া হল সঠিক উদাহরণ একজন অভিনেতার স্বরূপ কেমন হওয়া উচিত।”

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে পরিচালকের নতুন ছবি। যাকে তিনি বলিউডের প্রথম বিজ্ঞাননির্ভর ছবির তকমা দিতে চান। তাঁর কথায় রকেট্রি ছবি যদি প্রথম হয়ে থাকে তবে এই ছবি দ্বিতীয়। যদিও ছবি নিয়ে মন্তব্য করতে গিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুরের সঙ্গে এক প্রকার বচসায় জড়িয়ে যান তিনি। এই ছবি করোনার সময় ভ্যাকসিন তৈরির যে লড়াই সেই কাহানিই তুলে ধরবে।

Next Article