Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Singh: ‘জামা খুলে ২৫ টা মেয়ের সঙ্গে নাচছিল রণবীর…’, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

Ranveer Singh: যশরাজ প্রযোজিত 'জয়েশভাই জোরদার' মুক্তি পেয়েছিল কিছু দিন আগে। রণবীর সিং ছিলেন মুখ্য ভূমিকায়। কিন্তু ছবিটি বক্সঅফিসে একেবারেই দাগ কাটতে পারেনি।

Ranveer Singh: 'জামা খুলে ২৫ টা মেয়ের সঙ্গে নাচছিল রণবীর...', বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী
২৫টি স্বল্পবসনা মেয়ের সঙ্গে খালি গায়ের ছবির প্রচারে নেচে চলেছেন রণবীর সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 9:13 PM

বলিউডের মন্দার বাজারে হাতেগোণা পরিচালকদের মধ্যে বিবেক অগ্নিহোত্রী একজন যিনি স্বল্প বাজেটের ছবি বানিয়ে সুপারহিট তকমা ছিনিয়ে নিয়েছেন। তাঁর তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্সঅফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। এবার সেই বিবেকই রণবীরকে নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। ২৫টি স্বল্পবসনা মেয়ের সঙ্গে খালি গায়ের ছবির প্রচারে নেচে চলেছেন রণবীর সিং। যে ছবির টপিক আবার কন্যাভ্রুণ হত্যা– মানতেই পারছেন না পরিচালক।

যশরাজ প্রযোজিত ‘জয়েশভাই জোরদার’ মুক্তি পেয়েছিল কিছু দিন আগে। রণবীর সিং ছিলেন মুখ্য ভূমিকায়। কিন্তু ছবিটি বক্সঅফিসে একেবারেই দাগ কাটতে পারেনি। ওই ছবির প্রসঙ্গেই বিবেক বলেন, “রণবীর সিং, তথাকথিত এক নম্বর তারকা, মানুষ যাকে সমানে প্রশংসা করতেই থাকেন। জয়েশভাইয়ের বিষয়বস্তু কত সুন্দর। কিন্তু কীভাবে সেই ছবি প্রচার করা হল? রণবীর খালি গায়ে ২৫টি মেয়ের সঙ্গে ক্রমাগত নেচে যাচ্ছে। কেউ বুঝতেই পারল না ছবিটি কী নিয়ে। বুঝতেই পারল না ছবিটি কন্যাভ্রুণ হত্যা নিয়ে করা হয়েছে। ওটা তো কমেডি বা ফ্যাশন ছবি নয়। তাহলে ওই রকম প্রচার করলে মানুষ কেন সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবে?”

‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর ওই ছবি নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। কারও মতে ওই ছবির দ্বারা ইচ্ছাকৃত ঘৃণা ছড়ানো হয়েছে আবার কারও মতে ওই ছবি তুলে ধরেছে কাশ্মীরী পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারের আসল কাহিনী। তবে ছবিটি সাফল্যের পর পরবর্তী ছবির ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন বিবেক। জানিয়েছেন, তাঁর পরে ছবি ‘দ্য দিল্লি ফাইলস’। খুব শীঘ্রই সেই ছবির শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।