War Effect: রোম্যান্স কিং-এর ঠোঁটে মৃত্যু যন্ত্রণা, যুদ্ধের দামামার মাঝে ভক্তরা ফিরে গেলেন কিং খানের পুরোনো স্মৃতিতে
Shah Rukh Khan: লাভগুরু কিং খানের ঠোঁটে যখন যুদ্ধের ভয়ানক পরিস্থিতি, গম্ভীর গলায় কী বলেছিলেন শাহরুখ!
খবরে চোখ রাখলেই একটাই মূল ফোকাস, কীভাবে মুখোমুখি সংঘর্ষে শেষ হচ্ছে ইউক্রেন-রাশিয়া, রাজায় রাজায় যুদ্ধে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, সেনার জীবন বাজি রেখে মুক্তি লড়াইয়ে যেভাবে লড়ে চলেছে দুটি দেশ, তাতে প্রতিটা মুহূর্তে কেবলই হতাশার ছবি ফুঁটে উঠতে দেখা যাচ্ছে সর্বত্র, যা এক কথায় মেনে নিতে নারাজ গোটা বিশ্ব। প্রতিটা মানুষই এই লড়াইতে ইতিটানার অপেক্ষায়। সর্বহারাদের চোখে জল ছাড়া আর কিছুই সম্বল নেই বর্তমানে, ক্লান্ত গোটা বিশ্বের প্রতিটা সেক্টরের মানুষ কেবল একটাই প্রার্থণা করতে করতে- যুদ্ধ নয় শান্তি চাই। আর প্রসঙ্গে যদি মুখ খুলে থাকেন রোম্যান্স কিং, তবে তাঁর দুনিয়ায় যুদ্ধের কোনও সরূপই নেই। কারম তিনি ভক্তদের ভালোবাসতে শেখান, তাঁর মন্ত্র বলেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন বহু। সেই সুপারস্টারের ঠোঁটেই অতীতে একবার উচ্চারিত হয়েছিল যুদ্ধ প্রসঙ্গ।
মুখ ভার, ম্লান, সেই সরূপ নিয়েই একানাগারে বলে গিয়েছিলেন মনের কথা। যুদ্ধ কবল মৃত্যু টেনে আনে, যুদ্ধে সব শেষই হয়, মানুষ মানুষকে হারায়, যুদ্ধের কোনও ব্যাখাই থাকতে পারে না। যুদ্ধে কেবল মানুষ হারায়, যুদ্ধ মানুষকে একা করে দেয়। যুদ্ধের পেছনে যে কোনও কারণই দেখানো হোক না কেন, ভালো, খারাপ, কিছুক্ষণের বিষয়, বিশ্রী, শেষে একটাই প্রসঙ্গ যুদ্ধ ভালো নয়। কোনও কিছুর পরিবর্তেই যুদ্ধকে বেছে নেওয়া যায় না। কেউ জানে না যুদ্ধ কখন কবে শেষ হবে, শুধু এইটুকু বলাই চলে যুদ্ধ শেষ হয় মৃত্যুতে।
View this post on Instagram
যে যুক্তিতেই যুদ্ধ হোক না কেন, যুদ্ধ কখনই হতে পারে না ভালো কিছুর উদ্দেশ্যে। যুদ্ধ কখনই ভালোবাসার অল্টারনেট হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের এই পুরোনো ভিডিও-তেই মুগ্ধ নেট দুনিয়া। চোখের কোণে জল আসা শাহরুখ খানের স্ক্রিপ্ট নয়, বাস্তবের মাটিতেই রিয়েল সংলাপে ঝড় তুললেন তিনি। বর্তমান পরিস্থিতিতে এই নিয়ে তেমন কোনও মন্তব্যের ঝড় না তুললেও নস্টালজিয়া এই সংলাপেই ভক্তদের মন ভিজলো আবেগে। শাহরুখ খান বলে কথা, যিনি প্রতিটা পদে ভালোবাসার সংজ্ঞা দিয়ে থাকেন, তাঁর চোখেই যুদ্ধের রঙ ঠিক কতটা ভয়াবহ, অকপটে সকলের সামনে তুলে এনেছিলেন।
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা