Alia-Ranbir: লিভইনে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া? বিয়ে নিয়ে এমন সিদ্ধান্ত কেন নিল কাপুর পরিবার
Viral Post: জল্পনা ছিল তুঙ্গে। প্রশ্ন উঠেছিল তড়িঘড়ি ঘরোয়া বিয়ের কারণ কী তবে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া?

৬ নভেম্বর, আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) প্রথম সন্তান পৃথিবীর আলো দেখেছে। রাহাকে নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। আলিয়া রণবীরের প্রথম কন্যা সন্তানের মুখ দেখেনি এখনও পর্যন্ত কেউ-ই। কাপুর পরিবার থেকে কড়া নির্দেশ জাড়ি করা হয়েছে ছবি প্রকাশ্যে আনার প্রসঙ্গে। আলিয়া ভাট কয়েকদিনের মাত্র বিরতি নিয়েই সকলের সামনে উপস্থিত হয়েছিলেন। তাঁর অন্তঃসত্ত্বা লুক বারে বারে চর্চার কেন্দ্রে জায়গা করে নিলেও সন্তানকে নিয়ে রাখঢাক প্রথম থেকেই বর্তমান।
৫ বছর সম্পর্কে থাকার পর এই বছর এপ্রিল মাসের ১৪ তারিখ আলিয়া-রণবীর সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের মাস দুই পরই আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। এর পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। প্রশ্ন উঠেছিল তড়িঘড়ি ঘরোয়া বিয়ের কারণ কী তবে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া?
এই প্রসঙ্গে এবার পরিবার সূত্রে মিলল, ডেস্টিনেশন ওয়েডিং-এর সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার সম্পর্ক কোথায়? আলিয়া হলিউডে গিয়ে ছবির কাজ করে আসতে পারল, আর ডেস্টিনেশন ওয়েডিং হতে পারত না। ঘরোয়া বিয়ের অন্যতম কারণই হল ঋষি কাপুরের প্রয়াণ। কারও মন মেজাজ ভাল ছিল না। সেই কারণেই এই সিদ্ধান্ত।
সন্তান আসার এই পুরো সময়টা আলিয়া তাঁর আর এক সন্তান ব্রহ্মাস্ত্র ছবির প্রচারেই ব্যস্ত ছিলেন। এর মাঝেই আলিয়া তাঁর প্রথম হলিউড প্রজেক্ট দ্য হার্ট অফ স্টোন ছবির কাজ শেষ করেন। গ্যাল গ্যাডোট রয়েছেন এই ছবিতে। নেটফ্লিক্সে দেখানো হবে এই ছবি। অন্যদিকে ব্রহ্মাস্ত্র ছবির সিনেমা হল রিলিজের প্রচারের পর ওটিটি রিলিজের ক্ষেত্রেও তিনি কোনও খামতি রাখেননি। এই ছবি আলিয়ার জন্য বিশেষ সকলেই জানেন।
ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া তাঁর স্বপ্নের রাজপুত্র রণবীরকে পান। তাই এই ছবি তাঁর হৃদয়ের খুব কাছের। অন্তঃসত্ত্বা হওয়ার পর আলিয়া তাঁর নিজের মাতৃত্বকালীন পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন। সম্প্রতি, কাপুর এবং ভাট পরিবারের মহিলারা আলিয়ার জন্য একটি বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
