
আলিয়া ভাট যে বিলাসিতা পছন্দ করেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জীবনের প্রথম রোজগার দিয়েই তিনি নিজের জন্য কিনে ফেলেছিলেন একটি ব্র্যান্ডের দামি ব্যাগ।

না, নিজের কেবল প্রথম পারিশ্রমিক দিয়েই নয়। বরং আলিয়া বারে বারেই মোটা অঙ্কের টাকা খরচ করে থাকেন ব্যাগের পিছনে। জিমের পোশাক কিনতেও বেশ ভাল লাগে তাঁর।

তিনি ঘুরতে যেতে পছন্দ করেন। তবে তা বছরে একবার। নতুন বছর শুরু হওয়ার সময় নিতি প্রতি বছর ঘুরতে চলে যান। তবে সেখানে গিয়ে তাঁর শপিং মোটেও পছন্দ নয়।

আলিয়া বরাবরই চেয়েছিলেন তাঁর পাহাড়ে একটি ছোট্ট বাড়ি হবে। পাশাপাশি থাকবে একটি ব্যক্তিগত জেট প্লেনও। লন্ডনে একটি বাড়ি কেনারও ইচ্ছে ছিল আলিয়ার।

তবে সেই স্বপ্ন পূরণ হয়েছে ২০১৮ সালেই। বর্তমানে আলিয়ার বোন সেখানে মাঝে মধ্যে গিয়ে থাকেন। বর্তমানে কাপুর পরিবারে গুছিয়ে সংসার করছেন আলিয়া-রণবীর।

আসছে তাঁদের ব্রহ্মাস্ত্র ছবি। তারই প্রমোশন থেকে শুরু করে ছবির পরবর্তী অংশের কাজ নিয়ে ব্যস্ততা তুঙ্গে। তার মাঝেই এখন আলিয়া পরবর্তী ছবির কাজে নজর দিচ্ছেন।