Virat-Anushka Anniversary: কোন প্ল্যান করে বিরাটের সঙ্গে প্রথম দেখা করেন অনুষ্কা, ৩ দিনের মাথায় বাড়িতে হাজির ক্যাপ্টেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 11, 2022 | 12:37 PM

Bollywood Gossip: কীভাবে আলাপ হয় প্রথমে তাঁদের। এক সাক্ষাৎকারে খোদ আনুষ্কা শর্মা জানিয়ে ছিলেন মজার কাহিনি...

Virat-Anushka Anniversary: কোন প্ল্যান করে বিরাটের সঙ্গে প্রথম দেখা করেন অনুষ্কা, ৩ দিনের মাথায় বাড়িতে হাজির ক্যাপ্টেন

Follow Us

দেখতে দেখতে পাঁচ বছর পার, বিরাট কোহলি (Virat Kohli) ও আনুষ্কা শর্মা (Anushka Sharma) একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ২০১৭ সালে। তবে সম্পর্কে জল্পনা শুরু হয়ে গিয়েছিল ২০১৩ সালে তাদের একটি বিজ্ঞাপন সামনে আসার পর থেকেই। মাঝেমধ্যেই মাঠের গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা যেত আনুষ্কাকে। তবে যতটা সম্ভব তাঁরা নিজেদের সম্পর্কের খবর গোপন রাখার চেষ্টাই করেছিলেন। শত চেষ্টা করেও যখন তা খুব একটা ঢেকে রাখা গেল না, তখন থেকেই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এই দুই স্টারকে নিয়ে নানান জল্পনা। যদি এই সম্পর্ক নিয়ে আনুষ্কা কিংবা বিরাট প্রকাশ্যে কখনও-ই মুখ খুলতে চাননি। সরাসরি বিয়ের খবর নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। তবে পরবর্তীতে তাঁদের প্রেম কাহিনি একাধিকবার তাঁদেরই মুখ থেকে শোনা গিয়েছিল।

কীভাবে আলাপ হয় প্রথমে তাঁদের। এক সাক্ষাৎকারে খোদ আনুষ্কা শর্মা জানিয়েছিলেন, ২০১৩-তে একটি বিজ্ঞাপন শুটিং-এর সময় প্রথম একসঙ্গে দেখা হওয়ার কথা ছিল তাঁদের। অনুষ্কার ধারণা ছিল, বিরাট ভীষণ অহংকারী। তাই যাতে সে অনুষ্কাকে নিয়ন্ত্রণ না করে সেই ভয় তিনিও স্থির করেছিলেন আরও এক ধাপ এগিয়ে তিনিও প্রমাণ করবেন তিনি বিরাটের থেকেও বেশি অহংকারী। এমন পরিকল্পনা করে সেটে উপস্থিত হয়েছিলেন আনুষ্কা শর্মা। তবে সামনে থেকে বিরাটকে দেখে অবাক হয়ে যান তিনি ‌। বুদ্ধিদীপ্ত মজার মানুষ বিরাট। যেমনটা তিনি জেনেছিলেন বা শুনেছিলেন তার সঙ্গে বাস্তবে বিরাটের কোন সম্পর্কই ছিল না।

ফলে মাত্র তিন দিনের মধ্যেই গাঢ় হয়ে যায় তাঁদের বন্ধুত্ব। তিন দিন পর অনুষ্কা শর্মার নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল। সেখানে বিভিন্ন অতিথিদের মধ্যে উপস্থিত হন বিরাট। তবে সেখান থেকে খবর ফাঁস হওয়া বা সে খবর ছড়িয়ে পড়ে খবরের শিরোনাম হওয়া, কোনটাই হতে দেখা যায়নি। অনুষ্কা প্রথম যখন বিরাটকে নিয়ে মুখ খুলেছিলেন জানিয়েছিলেন, বিরাট তাঁর ভাল বন্ধু, বিরাট তাঁর পরিচিত তাঁদের বাড়িতে আসে-যাওয়া আছে। এর বাইরে বাকিটা তিনি রহস্যই রেখে দিয়েছিলেন। বর্তমানে তাদের পাঁচ বছরের দাম্পত্য জীবন বেশ রঙিন। ২০২১ সালে তাদের পরিবারে আসে নতুন সদস্য ভমিকা। এই জুটি মধ্যে থাকা সম্পর্কে সমীকরণ কতটা মজবুত তা বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে ফ্রেমবন্দী হয়ে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

Next Article