৫৮ বছর বয়সে পা দেবেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২ নভেম্বর তাঁর জন্মদিন। এ বছরটা শাহরুখের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৮ সালে ‘জ়িরো’ মুক্তি পাওয়ার পর সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এতটাই খারাপ ফল করেছিল যে, চার বছর কোনও ছবি মুক্তি পায়নি কিং খানের। তার উপর ছেলে আরিয়ান খানকে নিয়ে ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন শাহরুখ। মাদককাণ্ডে নাম জড়িয়ে ছিল আরিয়ানের। তাঁকে হাজতবাসও করতে হয়েছিল মুম্বইয়ের আর্থার রোডের জেলে। জামিনে ছাড়া পেয়েছিলেন অনেক কাঠ খড় পোড়ানোর পর। তবে ছেলের দুর্নামে বাবার সম্মানহানি হয়নি। শাহরুখের যে মহিমা, সেই মহিমাতেই অটল থেকেছেন। তারপর ২০২৩ সালে মুক্তি পায় কিং খানের দুটি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’। দুটি ছবিই অ্যাকশনধর্মী। এতকালের রোম্য়ান্টিক হিরোর তকমা ভেঙে পুরোপুরি অ্যাকশন নির্ভর একটি ছবিতে যোগ দিয়েছিলেন কিং খান। দুটি ছবি দুর্দান্ত পারফর্ম করেছে বক্স অফিসে।
এরপর শাহরুখের তৃতীয় ছবিটি মুক্তি পাবে, যে ছবি তিনি তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরানীর সঙ্গে। সাম্প্রতিককালে ভারতবর্ষের অন্যতম সফল পরিচালকের মধ্যে অন্যতম রাজকুমার হিরানী। সামাজিক গল্প নির্ভর চিত্রনাট্য তৈরি করেন হিরানী এবং অনেক কঠিন কথা তিনি অকপটে বলে দেন হাসির ছলে। এটাই তাঁর ইউএসপি। আমির খান, সঞ্জয় দত্তের মতো তারকাও তাঁর পরিচালনায় সাফল্য পেয়েছেন। এবার পালা কিং খানের।
রাজকুমার পরিচালিত ‘ডানকি’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। মার্কিন মুলুকে বেআইনিভাবে নাগরিকত্ব পাওয়া ভারতীয়দের কাহিনি তুলে ধরা হবে এই ছবিতে। সেই ছবির টিজ়ার নাকি প্রকাশ্যে আসবে শাহরুখের এবারের জন্মদিনে। অনুরাগীদের বক্তব্য ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছিল শাহরুখের কামব্যাক ট্রেলার এবং টিজ়ার। তিনি নাকি অনেক বড় ধামাকা দেবেন ‘ডানকি’র মাধ্যমে।
জন্মদিনে শাহরুখ ফের একবার তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করবেন মন্নতের বারান্দা থেকে। প্রতিবারের মতো এবারও বিশেষ আয়োজন থাকবে কিং খানের জন্য। এখন অনুরাগীর অপেক্ষায় আছেন ২ নভেম্বরের। সেদিন আবার মন্নতে ‘জওয়ান’-এর সাকসেস পার্টিরও আয়োজন করা হয়েছে। আমন্ত্রিতদের তালিকা অনেক লম্বা। বলিউডের প্রত্যেক বড় তারকাই থাকবেন সেই পার্টিতে। গত দু’বছর করোনার কারণে বড় করে জন্মদিন পালন করতে পারেননি শাহরুখ। এবার সেই সাধ মিটবে কিং খানের।