ওয়াহিদা রহমান, আশা পারেখ, হেলেনের বেশ কিছু ছুটি কাটানোর ছবি ভাইরাল হওয়ার ঘটনাটি মনে আছে? সোশ্যাল মিডিয়ায় ত্রিমূর্তির ছবি প্রকাশ্যে আসতে তা ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে রয়েছেন তিন বর্ষীয়ান নায়িকা। কখনও দেখা যাচ্ছে লাইফ জ্যাকেট পরিহিতা ওয়াহিদা-আশা পাশাপাশি বসে আড্ডা দিচ্ছেন তো কোনও ছবিতে আশা পারেখের হাতে রয়েছে বোটের স্টিয়ারিং। আবার অন্য এক ছবিতে, তিন অভিনেত্রীকে দেখা যাচ্ছে চুটির মেজাজে পোদ পোহাচ্ছেন ইয়াচের ডেকে।
ছবির ক্যাপশনে লেখা ছিল যে তিন বন্ধুকে ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে অভিনয় করা উচিৎ। তবে প্রবীণ অভিনেত্রী আশা পারেখ মনে করেন এটি একেবারে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ছিল।
আরও পড়ুন প্লাবিত হয়েছে চণ্ডীপুরের একাংশ, তৎপর সোহম, রয়েছেন সেখানেই
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে এই ছুটি ‘ব্যক্তিগত’ বিষয় ছিল। তিনি বলেন, “ছবিগুলি ঠিক কে তুলেছিল আমাদের কোনও ধারণা নেই,” তিনি আরও বলেন, “আমার চেয়েও বেশি, ওয়াহিদা রেহমান এবং হেলেন বিরক্ত হয়েছিলেন।” তিনি বলেন, “তারা (ওয়াহিদা রেহমান ও হেলেন) আমার চেয়ে অনেক বেশি প্রাইভেট পার্সন । ছবিগুলি শেয়ার করে লিখে ছিল ‘আমাদের তিনজন ‘দিল চাহতা হ্যাঁয়’-এর সিক্যুয়েলে অভিনয় করা উচিত। কেন ‘দিল চাহতা হ্যায়’? আমি বুঝতে পারছি না। এটি তো ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ছিল।”
আশা পারেখ প্রকাশ করেছেন যে ছবিগুলি লকডাউনের ঠিক আগে মার্চের শেষের তোলা।
“আমরা ভেবেছিলাম এটা খুব প্রাইভেট ভ্যাকেশন হবে। আমরা শুধু বেরতে চাইছিলাম, রিল্যাক্স করতে। ছবিগুলি কে তুলেছিল তা আমাদের কোনও ধারণা নেই। সম্ভবত সেখানে কিছু পর্যটক ছিল যাঁরা ছবিগুলো তোলে। এখন তো যে কেউ কোনও অনুমতি ছাড়ই ছবি তুলে ফেলেন।
আশা পারেখকে সর্বশেষ ১৯৯৯ সালে নির্মিত ফিল্ম ‘সর আঁখো পর’-এ দেখা গিয়েছিল, ওয়াহিদা রেহমানকে দেখা হয়েছিল কমল হাসানের ‘বিশ্বরূপম-২’ ছবিতে। হেলেনের শেষ অনস্ক্রিনে পারফর্ম্যান্স ছিল 2012 সালের ‘হিরোইন’ ছবিতে।