Shahrukh-Deepika: শাহরুখ-দীপিকা জুটি বক্স অফিসের জন্য ‘লাকি’? প্রশ্ন শুনে যা উত্তর দিলেন জুটি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 18, 2023 | 11:26 AM

Bollywood Jodi: ছবি মুক্তি পাওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। যার ক্লিপিং এখন ভাইরাল নেটপাড়ায়। তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গেল, তাঁর ও দীপিকা পাড়ুকোনের জুটিকে নিয়ে। 

Shahrukh-Deepika: শাহরুখ-দীপিকা জুটি বক্স অফিসের জন্য লাকি? প্রশ্ন শুনে যা উত্তর দিলেন জুটি

Follow Us

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান, এই জুটি যে ছবিতেই হাত দেন তা রাতারাতি জনপ্রিয় হয়ে যায় বক্স অফিসে। শাহরুখ খানের হাত ধরেই দীপিকা পাড়ুকোনের বলিউড সফর শুরু। ছবির নাম ছিল ‘ওম শান্তি ওম’। যেখানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের জুটি পলকে নজর কেড়েছিল সকলের। এরপর ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মত হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। তালিকাতে ‘পাঠান’-ও রয়েছে যেমন তেমনই আবার থেকে গেল ‘জওয়ান’। ছবি মুক্তি পাওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। যার ক্লিপিং এখন ভাইরাল নেটপাড়ায়। তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গেল, তাঁর ও দীপিকা পাড়ুকোনের জুটিকে নিয়ে।

এই প্রসঙ্গে দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়, তবে কী শাহরুখ খান আর দীপিকার জুটি বক্স অফিসের জন্য লাকি? দীপিকার কথায়, ”এই লাকি কথাটা ভীষণ সহজ। আমার মতে আমাদের মধ্যে সততা বিশ্বাস ও ভরসা সঙ্গে ভালবাসা। এই বিষয়গুলোই কোথাও গিয়ে যেন কাজ করে যায়। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে। শুটিং সেটে যদি আমরা দুই প্রান্তেও থাকি, আমার বিশ্বাস যদি তেমন কিছু ঘটে সবার আগে শাহরুখ খান ঝাপিয়ে পড়বে না। আর সেই বিশ্বাস ভরসা থেকেই আমার এই আত্মবিশ্বাস জন্মায়।”

শাহরুখ খানকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কেবল এই সমীকরণের নাম ”ভালবাসা” বলেই ইতি টানেন। তবে তাঁদের জুটি যে সত্যিই দর্শকমহলে হিট তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বোল্ড নয়নতারার পাশে মাত্র ১৫ মিনিটের দীপিকা পাড়ুকোনের উপস্থিতি দর্শকমহলে যেভাবে ঝড় তুলেছে, তাতে বোঝাই যায় দর্শক বারবার পর্দায় এই জুটিকে দেখতে চাই। যদিও এই জুটির পরবর্তী কোনও ছবির খবর এখনও পর্যন্ত সামনে আসেনি। শাহরুখ খানের পরবর্তী ছবির ডানকি-তে তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। কিং খানের সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি।

Next Article