Box Office Collection: ২১ ঘণ্টা একটানা সিনেমা হলে চলল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’

Box Office Collection: বাণিজ্য সূত্র অনুসারে, ছবিটি বিশ্বব্যাপী ৬০ কোটির বেশি আয় করেছে, শুধুমাত্র ভারত থেকেই আয় ৪০ কোটির বেশি।

Box Office Collection: ২১ ঘণ্টা একটানা সিনেমা হলে চলল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’
ব্রহ্মাস্ত্র ছবির দর্শক চাহিদা তুঙ্গে, ফল টানা ২১ ঘণ্টা চলল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 3:08 PM

অবশেষে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে দারুণ শুরু করেছে। বাণিজ্য সূত্র অনুসারে, ছবিটি বিশ্বব্যাপী ৬০ কোটির বেশি আয় করেছে, শুধুমাত্র ভারত থেকেই আয় ৪০ কোটির বেশি। মহামারী পরবর্তী যে কোনও হিন্দি চলচ্চিত্রের জন্য এটি সহজেই সর্বোচ্চ সংখ্যা। অনেক শো হাউসফুল হওয়ার কারণে বর্ধিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অনেক বড় সিনেমা হলে এখন ভোরে এবং গভীর রাতে শো রাখছে। শনিবার কিছু নেটিজ়েন টুইটারে দিল্লির কিছু সিনেমা হলের স্ক্রিনশট শেয়ার করেছেন ছবির আইম্যাক্স ভার্সানের জন্য সকাল ৬টা এবং মধ্যরাত পর্যন্ত শো রেখেছে। মুম্বইয়ের অন্যান্য সিনেমা হলে গুলোতে সকাল এবং গভীর রাতের শো দেওয়া হয়েছে। মূলত আইম্যাক্স এবং থ্রি-ডি-তে। এই বিষয়টি নিশ্চিত করে একজন প্রদর্শক বলেছেন, “শুক্রবার আইম্যাক্স ভার্সানে অনেক শো হাউসফুল হয়ে গিয়েছে। রবিবারের শো ইতিমধ্যে অনেক হলে প্রায় বিক্রি হয়ে গিয়েছে। এই কারণেই আমরা শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

নতুন এই শো বাড়ানোর অর্থ হল ছবিটি কিছু স্ক্রিনে প্রায় ২১ ঘন্টা চলবে, সকাল ৬টায় শুরু হবে এবং পরের দিন রাত ৩টাতে শেষ হবে সাতটি ব্যাক-টু-ব্যাক শো সহ। প্রদর্শকরা অবশ্য যোগ করেন যে এটি একটি অস্থায়ী পরিমাপ এবং শুধুমাত্র সপ্তাহান্তের জন্য স্থায়ী হতে পারে, এবং তাও শুধুমাত্র আইম্যাক্স এবং থ্রিডি তে। ছবির টু-ডি সংস্করণ তুলনায় কম শো থাচছে৷ “থ্রি-ডি এবং ভিএফএক্স-এর প্রাথমিক প্রশংসার পর, অনেকেই আইম্যাক্স এবং থ্রি-ডি তে ছবিটি দেখতে চাইবে, যে কারণে এটির ব্যাপক চাহিদা রয়েছে। তবে সপ্তাহান্তের পর তা কমার সম্ভাবনা রয়েছে। আমরা দেখব সোমবারের পরেও আমরা সকালের শো-এর চাহিদা রয়েছে কি না,” মুম্বইয়ের একজন প্রদর্শক বলেছেন।

রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায় অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির একটি অংশ। ফ্যান্টাসি মহাকাব্যটি মিশ্র রিভিউ পেয়েছে সমালোচকদের থেকে। বিশেষ করে ভিএফএক্স এবং অ্যাকশনের প্রশংসা করেছেন অনেকেই, কিন্তু প্লট এবং সময়ের সমালোচনা করা হয়েছে। একটি বক্স অফিস রিপোর্ট অনুসারে, সিনেমার হিন্দি সংস্করণ শুক্রবার ৩৫ কোটি আয় করেছে। ডাব করা সংস্করণ থেকে আরও ৯ কোটি আয় করেছে। প্রাথমিক অনুমান বলছে যে ছবিটি তার প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ২০০ কোটি অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।