স্নেহা সেনগুপ্ত
নটী বিনোদিনীকে নিয়ে হিন্দি ভাষাতেও একটি ছবি তৈরি হচ্ছে (বাংলায় নটি বিনোদিনীকে নিয়ে যে ছবি তৈরি হচ্ছে, তার পরিচালক রামকমল মুখোপাধ্যায়)। টিনসেল টাউনের (পড়ুন মুম্বইয়ের) বাঙালি পরিচালক প্রদীপ সরকার (যিনি তৈরি করেছেন ‘পরিণীতা’, ‘মর্দানি’) সেই ছবির পরিচালক। ছবিতে কঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে বাংলার রঙ্গ মঞ্চের দাপুটে নটী বিনোদিনীর চরিত্রে। এটাই কঙ্গনার প্রথম কোনও বাঙালির চরিত্রে অভিনয়। মুম্বইয়ে প্রদীপ সরকারকে ফোনে যোগাযোগ করা হয় TV9 বাংলার তরফে। ছবি নিয়ে অনেক স্বপ্ন পরিচালকের…
প্রশ্ন: হঠাৎ এই সময়ে দাঁড়িয়ে বাংলার একজন কিংবদন্তি ও শক্তিশালী নারী নটী বিনোদিনীকে নিয়ে ছবি তৈরি করার কথা ভাবলেন কেন?
প্রদীপ সরকার: অনেকদিন থেকেই ভাবছিলাম নটী বিনোদিনীকে নিয়ে ছবি তৈরি করব। গল্পটা খুবই স্ট্রং (পড়ুন শক্তিশালী)। ছবিতে যেভাবে বিনোদিনীকে সাজানো হয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। যেসব ব্যক্তিত্ব বিনোদিনীকে অনুপ্রাণিত করেছিলেন, সেই চারটি চরিত্রও দারুণ ইন্টারেস্টিং।
প্রশ্ন: সেই চারটি চরিত্রে কে-কে অভিনয় করবেন, ঠিক হয়ে গিয়েছে?
প্রদীপ সরকার: কাস্টিং এখনও ঠিক হয়নি। কিন্তু লেখার মধ্যে তাঁদের প্রত্যেকের উল্লেখ এসেছে। লেখাই তো সব, তাই না!
প্রশ্ন: চিত্রনাট্য কে লিখছেন?
প্রদীপ সরকার: প্রকাশ কাপাডিয়া লিখছেন এবং ছবি নিয়ে গবেষণার যাবতীয় কাজ করেছেন কলকাতারই শিবাশিস বন্দ্যোপাধ্যায় (তিনি জনপ্রিয় ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকেরও গবেষণা করেছেন)। ছবি করার ক্ষেত্রে তো একটা বেসিক রিসার্চের দরকার হয়। সেটা শিবাশিস করেছেন। সেটা থেকেই আমরা সিনেমার রূপ ছকে নিয়েছি। নাটকীয় দিকটাকে বের করতে পেরেছি।
প্রশ্ন: তাই নাকি?
প্রদীপ সরকার: হয়তো সেই কারণেই নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করার জন্য এতখানি আগ্রহ দেখিয়েছেন কঙ্গনা।
প্রশ্ন: রামকৃষ্ণের জন্যই কঙ্গনা আগ্রহী হলেন…?
প্রদীপ সরকার: আমার তো তাই-ই মনে হয়েছে ওর কথা শুনে।
প্রশ্ন: শুটিং কবে থেকে শুরু হচ্ছে…?
প্রদীপ সরকার: পরের বছর থেকে শুটিং শুরু করব।
প্রশ্ন: সেটা কি মুম্বইয়ের ফিল্ম সিটিতে হবে?
প্রদীপ সরকার: ঠিকই ধরেছেন। ওখানেই করার ইচ্ছা আছে।
প্রশ্ন: ছবির প্রযোজক পেয়েছেন?
প্রদীপ সরকার: এই বিষয়টা এখনও আলোচনার পর্যাতেই আছে। এখনও কিছু জানানো যাবে না।
প্রশ্ন: আপনি কি জানেন আরও এক বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও নটী বিনোদিনীকে নিয়ে ছবি তৈরি করছেন?
প্রদীপ সরকার: হ্যাঁ জানি। বাংলায় বানাচ্ছেন তো।
প্রশ্ন: কিন্তু মানুষের মনে প্রশ্ন, কেন নটী বিনোদিনীকে নিয়ে দু’টো ছবি তৈরি হচ্ছে?
প্রদীপ সরকার: কোনও একটি বিষয় যদি পাবলিক ডোমেইনে থাকে, তা হলে অনেকেই অনেকরকমভাবে ছবি করতে পারেন। চুজ় করতে পারেন কোন আঙ্গিকে ছবি তৈরি করবেন। আমি জানি না রামকমল কোন আঙ্গিকে ছবিটি তৈরি করছেন। আমরাও এখনই বলছি না কোন আঙ্গিককে পাথেয় করছি। একটুকুই জানি, দারুণ জাঁকজমক থাকবে…
গ্র্যাফিক্স: অভিজিৎ বিশ্বাস