Kareena Kapoor Khan: কাপুর পরিবারের মহিলারা সিনেমায় অভিনয় করেন না কেন? অন্দরমহলের সত্যি সামনে আনলেন বাড়ির মেয়ে করিনা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 14, 2023 | 1:43 PM

Kapoor Family Women: যেটাই হয়ে থাকুক না কেন, চিত্র এখন অনেকটাই পাল্টেছে। করিনা-করিশ্মা তো বটেই, কাপুর পরিবারের বধূ রণবীর স্ত্রী আলিয়া ভাট বিয়ের পর তো বটেই, তাঁদের সন্তান রাহার জন্মের পরেও রুপোলি পর্দা থেকে সরে আসেননি। বরং আরও দ্বিগুণ উৎসাহে কাজ করছেন। তাতে তাঁর শাশুড়িমা নিতু কাপুরকে পাশে পেয়েছেন আলিয়া। কেবল তাই নয়, স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর নিতুও নতুন উদ্যোগে অভিনয় করছেন। এর জন্য তিনি ভরপুর সমর্থন পেয়েছেন পুত্র রনবীর কাপুরের থেকে।

Kareena Kapoor Khan: কাপুর পরিবারের মহিলারা সিনেমায় অভিনয় করেন না কেন? অন্দরমহলের সত্যি সামনে আনলেন বাড়ির মেয়ে করিনা
করিনা কাপুর খান।

Follow Us

বলিউডের প্রথম ফিল্মি পরিবার কাপুর পরিবার। এই পরিবারের সকলেই তাবড়-তাবড় অভিনেতা। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে আজকের রণবীর কাপুর। পরিবারের মহিলারাও অভিনয়ের দুনিয়ায় স্বাক্ষর রেখেছেন নিজেদের। তবে একটি বিষয় কাপুর পরিবার চিরকালই মেনে এসেছে, যা পরবর্তীকালে ধীরে-ধীরে ভেঙেছে পরিবারের মহিলারাই। একটা সময় ছিল যখন কাপুর-মহিলাদের সিনেমায় অভিনয় করার অনুমতি ছিল না। পরিবারের বধূ এবং মেয়েরা সিনেমায় অভিনয় করতেন না। পরিবারের কোনও ছেলের সঙ্গে যদি কোনও অভিনেত্রীর বিয়ে হত, তা হলে বিয়ের পর সেই অভিনেত্রীকে কাজ ছাড়তে হত। এমন নিদর্শন রণবীর কাপুরের মা নিতু কাপুর এবং করিনার মা ববিতা কাপুর।

কিন্তু করিনাদের প্রজন্ম থেকে ধীরে-ধীরে বদলাতে শুরু করে সম্পূর্ণ চিত্র। যদিও এই বদল ঘটেনি সহজে। অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল করিনাদের। সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘জানে জা’। এক সাক্ষাৎকারে করিনা বলেছেন, “আমার দিদি করিশ্মা যখন ছবিতে অভিনয়ের কথা ভেবেছিল, আমার বাবা রণধীর কাপুরের কাছে গিয়েছিল প্রথমে। কিন্তু বাবা নিম রাজি ছিলেন। দিদিকে বলেছিলেন, ‘যা করবে নিজের চেষ্টায় করো, আমি কোনও সাহায্য করতে পারব না তোমাকে’। বাবা সঙ্গ ছেড়েদিয়েছিল দিদির। মা ববিতা এগিয়ে এসেছিলেন এবং দিদিকে প্রথম ছবি ‘প্রেম কয়েদি’ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন।”

কাপুর পরিবারে মহিলারা অভিনয় করবে না এমনটা কেন? এর কারণ ব্যাখ্যা করেছিলেন করিনা নিজেই। বলেছিলেন, “হয়তো পরিবারের মেয়েরা নিজেরাই অভিনয় করতে চাইতেন না। কিংবা তাঁদের হয়তো কেউ বলত, ‘এই পরিবারের একজন হলে তুমি কাজ করতে পারবে না’।” যেটাই হয়ে থাকুক না কেন, চিত্র এখন অনেকটাই পাল্টেছে। করিনা-করিশ্মা তো বটেই, কাপুর পরিবারের বধূ রণবীর স্ত্রী আলিয়া ভাট বিয়ের পর তো বটেই, তাঁদের সন্তান রাহার জন্মের পরেও রুপোলি পর্দা থেকে সরে আসেননি। বরং আরও দ্বিগুণ উৎসাহে কাজ করছেন। তাতে তাঁর শাশুড়িমা নিতু কাপুরকে পাশে পেয়েছেন আলিয়া। কেবল তাই নয়, স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর নিতুও নতুন উদ্যোগে অভিনয় করছেন। এর জন্য তিনি ভরপুর সমর্থন পেয়েছেন পুত্র রনবীর কাপুরের থেকে।

অন্যদিকে করিনা তাঁর শাশুড়িমা শর্মিলা ঠাকুরের কথা বলেছেন। তিনি বলেছেন, “আমার শাশুড়িমা শর্মিলা ঠাকুর বিয়ের পরে অভিনয় করেছেন বহু ছবিতে। তিনি কাজ ছেড়ে দেননি। ততদিনই কাজ করেছেন, যতদিন তিনি চেয়েছেন।”

Next Article