Sara-Kareena-Saif: বাবা সইফকে লুকিয়ে সৎ মা করিনাকেই পরপুরুষের সঙ্গে রাত কাটানো নিয়ে বলেন সারা, নবাব বাড়ির চমকে দেওয়ার মতো তথ্য এবার সামনে…

Sara-Kareena-Saif: 'আধুনিক' পরিবারের পরিকাঠামো নবাবদের। সেই পরিবারের আনাচে-কানাচে লুকিয়ে আছে অনেক গোপন রহস্য। পতৌদি পরিবারের ছোটে নবাব বলিউড অভিনেতা সইফ আলি খানের দু-দু'টি বিয়ে। প্রথম বিয়ে তিনি করেছিলেন ১৩ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে। সেই বিয়ে থেকে দুটি সন্তান সইফের। পুত্র ইব্রাহিম এবং কন্যা সারা। দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খান সইফের চেয়ে ১০ বছরের ছোট। করিনার সঙ্গে সইফের দুটি পুত্র - তৈমুর আলি খান এবং জেহ আলি খান।

Sara-Kareena-Saif: বাবা সইফকে লুকিয়ে সৎ মা করিনাকেই পরপুরুষের সঙ্গে রাত কাটানো নিয়ে বলেন সারা, নবাব বাড়ির চমকে দেওয়ার মতো তথ্য এবার সামনে...
সারা আলি খান (বাঁ দিক থেকে), সইফ আলি খান, করিনা কাপুর খান।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 4:11 PM

‘আধুনিক’ পরিবারের পরিকাঠামো নবাবদের। সেই পরিবারের আনাচে-কানাচে লুকিয়ে আছে অনেক গোপন রহস্য। পতৌদি পরিবারের ছোটে নবাব বলিউড অভিনেতা সইফ আলি খানের দু-দু’টি বিয়ে। প্রথম বিয়ে তিনি করেছিলেন ১৩ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে। সেই বিয়ে থেকে দুটি সন্তান সইফের। পুত্র ইব্রাহিম এবং কন্যা সারা। দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খান সইফের চেয়ে ১০ বছরের ছোট। করিনার সঙ্গে সইফের দুটি পুত্র – তৈমুর আলি খান এবং জেহ আলি খান।

সইফ যখন দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, অমৃতা এবং তাঁর ছেলেমেয়েরা তাঁদের ‘আব্বা’কে সমর্থন জানিয়েছিলেন। বিশেষ করে কন্যা সারা। করিনার হিট ছবি ‘কভি খুশি কভি গম’-এর ‘পু’কে তিনি ছোট থেকেই ‘অ্যাডমায়ার’ করতেন খুব (‘পু’ এর চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান)। করিনাও সারাকে বন্ধুর চোখেই দেখতেন। খোলামেলা কথা বলেন সৎ-কন্যার সঙ্গে। তাঁর সঙ্গেই ‘বড়’দের আলোচনা করেছিলেন সারা। কাউকে দুষ্টু টেক্সট পাঠানো, পরপুরুষের সঙ্গে রাত কাটানোর (ওয়ান নাইট স্ট্যান্ড) মতো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন সারা।

একবার ‘ওয়াট উওমেন ওয়ান্ট’ নামের একটি রোডিয়োর টক শোতে এসেছিলেন সারা। সেই টক শোয়ের হোস্ট ছিলেন তাঁর সৎ মা করিনা। রেডিয়োর সেই শোতে সারার ‘অ্যাডাল্ট’ জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন করিনা-সারা। সারাকে করিনা জিজ্ঞেস করেছিলেন, কোনওদিনও কাউকে ‘দুষ্টু’ টেক্সট মেসেজ পাঠিয়েছেন কি না। সারা জানিয়েছিলেন, তিনি পাঠিয়েছেন। তারপর তাঁকে করিনা জিজ্ঞেস করেছিলেন, কোনওদিনও ওয়ান নাইট স্ট্যান্ড (পরপুরুষের সঙ্গে রাত কাটানো) করেছিলেন কি না। সারা বলেছিলেন, তিনি সেই কাজ কোনও করেননি। এই আলোচনা চলাকালীন সইফকে নিয়েও কথা বলেন দুই সৎ মা-মেয়ে তারকা। গোটা আলোচনা সইফ শুনছেন ভেবে ভয়ও পাচ্ছিলেন সারা।