যশরাজ ফিল্মসের ছবি ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে। ট্রেলার প্রকাশ পাবে ১৬ অক্টোবর। ছবির প্রাণ সলমন খান তাঁর আগেই মুখ খুললন ছবিকে নিয়ে। জানিয়েছেন, ‘টাইগার থ্রি’ দুর্দান্ত একটি ছবি হতে চলেছে। বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। দীপাবলিতে আসবে ছবি।
ছবি সম্পর্কে সলমন বলেছেন, “‘এক থা টাইগার’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’ – এর মতো ছবি আগেই উপহার দিয়েছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ি। এবার আমাদের সময় এসে দর্শককে এমন কিছু উপহার দেওয়ার যা পর্দায় মুগ্ধ হয়ে দেখবেন তাঁরা। যা আগে কোনওদিনও দেখেননি তাঁরা। ‘টাইগার থ্রি’ অসামান্য ছবি হতে চলেছে। এর কোনও বিকল্পই নেই।”
মনীষ শর্মা পরিচালনা করছেন ‘টাইগার থ্রি’র। সলমন মনে করেন বক্স অফিসে দারুণ ফল দেবে এই ছবি। যেমনটা আগেও দিয়েছে যশরাজ ফিল্মস। প্রযোজনা সংস্থার গুপ্তচর ব্রহ্মাণ্ডের নতুন সংযোজন হতে চলেছে। ‘পাঠান’-এর মতো দর্শক পছন্দ করবেন এই ছবিকেও।
সলমন জানিয়েছেন, ‘টাইগার থ্রি’র শুটিংয়ের সময় তিনি নেহাতই শিশু হয়ে গিয়েছিলেন সেটে। বিরাট-বিরাট অ্যাকশন সিন দেখে কথা বলতে ভুলে গিয়েছিলেন তিনি। সেই সিনে তিনি নিজেই অভিনয় করেছেন। বলেছেন, “আমাদের টিম এমন কিছু দেখিয়েছে, যা ভারতীয় দর্শক আগে দেখেননি। সিনগুলোয় অভিনয় করতে গিয়ে নিজেকে বাচ্চা বলে মনে হচ্ছিল আমার।”
সলমন এও জানিয়েছেন, ‘টাইগার থ্রি’র গল্পের প্রতিটি মোড়ে আছে চমক। বলেছেন, “যা মানুষ কল্পনাও করতে পারবেন না, তা রয়েছে ছবির ট্রেলারেই। এই ছবির গল্প আমাকে গেঁথে দিয়েছে। এটাই ‘টাইগার’-এর সবচেয়ে ভয়ানক মিশন।”