Shahrukh Khan: ‘এতদিন ধরে অনেক আনন্দ দিয়েছে’, ভারতীয় ক্রিকেটের ‘খারাপ দিন’ নিয়ে অকপট শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 20, 2023 | 10:37 AM

Cricket World Cup: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'চক দে ইন্ডিয়া'। মহিলা হকি টিমের কোচ কবীর খানের মহিলা হকি বিশ্বকাপ জেতানোর গল্প বলেছিল এই ছবি। ছবির শেষে শাহরুখের উও '৭০ মিনিট' সংলাপ মন ছুঁয়েছিল দর্শকের। ১৯ নভেম্বর (২০২৩), রবিবার ছিল একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয় আহমেদাবাদের স্টেডিয়ামে। বিশ্বকাপে ১০টি মেচের একটিতেও না হারা ভারতের ফাইনালে এসে তরী ডুবেছে। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। ২০০৩ সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি ভারত। এবারের বিশ্বকাপে সবচেয়ে ভাল খেলেও কুড়ি বছর আগে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার গ্লানি মেটাতে পারেনি।

Shahrukh Khan: এতদিন ধরে অনেক আনন্দ দিয়েছে, ভারতীয় ক্রিকেটের খারাপ দিন নিয়ে অকপট শাহরুখ
তবে একটা সময় সে মানুষটার জীবনেও সম্পর্ক নিয়ে ঝড় ওঠে পরকীয়ার জল্পনা তাঁকে কেন্দ্র করেও খবরের শিরোনামের জায়গা করে নেয়।

Follow Us

২০০৭ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’। মহিলা হকি টিমের কোচ কবীর খানের মহিলা হকি বিশ্বকাপ জেতানোর গল্প বলেছিল এই ছবি। ছবির শেষে শাহরুখের উও ‘৭০ মিনিট’ সংলাপ মন ছুঁয়েছিল দর্শকের। ১৯ নভেম্বর (২০২৩), রবিবার ছিল একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয় আহমেদাবাদের স্টেডিয়ামে। বিশ্বকাপে ১০টি মেচের একটিতেও না হারা ভারতের ফাইনালে এসে তরী ডুবেছে। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। ২০০৩ সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি ভারত। এবারের বিশ্বকাপে সবচেয়ে ভাল খেলেও কুড়ি বছর আগে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার গ্লানি মেটাতে পারেনি। কিন্তু তাতে কী গোটা দেশে পাশে এসে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার। পাশে এসে দাঁড়িয়েছেন আইপিএলের ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক, তথা বলিউডের বাদশাহ শাহরুখ খান।

টিম ইন্ডিয়ার জন্য শাহরুখের বার্তা:

শাহরুখ খান একটি আবেগতাড়িত নোট লিখেছেন টিম ইন্ডিয়ার জন্য। তিনি লিখেছেন, “যে ভাবে টিম ইন্ডিয়া এই গোটা টুর্নামেন্টটি খেলেছে, তা সত্যি সম্মানের এবং গর্বের। তবে এটা খেলা। খেলায় ভাল এবং খারাপ দুটো দিকই আছে। সেই খারাপ দিনটা অপ্রত্যাশিতভাবে আজ এসেছে। তবে আমাদের গর্বিত করার জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। গোটা দেশকে এতদিন ধরে আনন্দ দিয়েছে এই টিম। ভালবাসা এবং সম্মান জানাই। আপনাদের জন্য আমরা একটা গোটা দেশ হতে পেরেছি।”