Ranveer’s Controversial Photo Shoot: রণবীরের বিরুদ্ধে নগ্ন ফটোশুট নিয়ে অভিয়োগ, কী বললেন তিনি এই বিষয়ে পুলিশের কাছে

Ranveer’s Controversial Photo Shoot: একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য রণবীর এই নগ্ন ফটোশুট করেছিলেন। আর তার থেকে এই সমস্যার মুখোমুখি দীপিকা পাডুকোনের স্বামী।

Ranveer’s Controversial Photo Shoot: রণবীরের বিরুদ্ধে নগ্ন ফটোশুট নিয়ে অভিয়োগ, কী বললেন তিনি এই বিষয়ে পুলিশের কাছে
পুলিশের কাছে কী বললেন রণবীর তাঁর নগ্ন ফটোশুট নিয়ে

| Edited By: Mahuya Dutta

Aug 30, 2022 | 1:58 PM

একটা সাহসী ফটোশুট নিয়ে কী কী হতে পারে তা সম্ভবত কল্পনাও করতেন পারেননি রণবীর সিং (Ranveer Singh)। শুধু ট্রোল, সমালোচনাতেই থামেনি বিষয়টি, একেবারে পুলিশি অভিযোগ হয়ে গিয়েছে। যার জেরে সোমবার সকালে রণবীর সিং মুম্বই পুলিশের সামনে হাজির হন। অভিনেতার বিরুদ্ধে ওঠা নগ্ন ফটোশুটের মামলায় তাঁকে তলব করা হয়েছিল। ‘পদ্মাবত’ অভিনেতা এই বিষয়ে তাঁর বক্তব্য রেকর্ড করতে সকাল ৭ টা থেকে ৯.৩০- টার মধ্যে চেম্বুর থানায় হাজির হয়েছিলেন সেই খবর আগেই বেরিয়েছে। এবার সামনে এল রণবীর ঠিক কী বলেছিলেন তাঁর বয়ানে।

মুম্বই পুলিশের ঘনিষ্ঠ সূত্র প্রকাশ করেছে যে পুলিশ অফিসারদের কাছে তাঁর বিবৃতিতে রণবীর জানিয়েছেন যে তিনি বিতর্কিত ছবিগুলি আপলোড করেননি। সেই সঙ্গে তিনি আরও যোগ করেছেন যে তিনি বুঝতে পারেননি যে এই ফটোশুট তাঁর জন্য এতোটা সমস্যা তৈরি করবে।

‘গালি বয়’ অভিনেতাকে গত সপ্তাহে পুলিশ তলব করেছিল, কিন্তু তিনি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন আরও কিছুটা সময় চেয়ে,  যেহেতু তিনি তাঁর পেশাগত প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত ছিলেন এবং শহর থেকে দূরে ছিলেন তাই এই আর্জি। কিন্তু অভিনেতা অবশেষে সময় বের করে সোমবার সকালে থানায় হাজির হন। ফটোগ্রাফার আশিস শাহের রণবীরের এই নগ্ন ছবি তুলেছিলেন।

একটি বেসরকারী সংস্থার (এনজিও) একজন কর্মকর্তার করা অভিযোগের ভিত্তিতে গত মাসে মুম্বইয়ে চেম্বুর থানায় রণবীরের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য রণবীর এই নগ্ন ফটোশুট করেছিলেন। আর তার থেকে এই সমস্যার মুখোমুখি দীপিকা পাডুকোনের স্বামী। সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীরা হলিউড আইকন বার্ট রেনল্ডসের প্রতি শ্রদ্ধা হিসাবে এই সাহসী ফটোশুটটিকে যুক্ত করেছেন, যিনি রণবীরের মতো একই রকম নগ্ন পোজ দিয়েছিলেন। তবে সোশ্যাল মিডিয়াতে ট্রোল বা অভিযোগ যাই উঠুক না কোন রণবীরের বিরুদ্ধে, তাঁর স্ত্রীর পাশাপাশি সহ অভিনেতারা অনেকেই তাঁর এই সাহসী শুটের প্রশংসা করেছেন।