Ranveer Singh Photoshoot: মহিলারা যদি তাঁদের সেক্সি শরীর দেখাতে পারেন, পুরুষরা কেন পারবেন না: রামগোপাল ভার্মা

Ramgopal Varma: ভাল-মন্দ মিলিয়ে প্রতিক্রিয়া পেয়েছে রণবীরের নগ্নতা। এবার মুখ খুললেন পরিচালক রাম গোপাল ভার্মা।

Ranveer Singh Photoshoot: মহিলারা যদি তাঁদের সেক্সি শরীর দেখাতে পারেন, পুরুষরা কেন পারবেন না: রামগোপাল ভার্মা
রণবীর সিং ও রামগোপাল ভার্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 3:53 PM

একটি ম্যাগাজ়িনের হয়ে ফটোশুট করেছিলেন রণবীর সিং। সেই ফটোশুটের ছবি তিনি পোস্ট করেছিলেন গত সপ্তাহের শেষে। তারপরই তোলপাড় হয় গোটা দেশে। কেননা, সেই ফটোশুটে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন রণবীর সিং। অভিনেতার পরনে ছিল না একটিও সুতো। এরপর তাঁকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে। অন্যদিকে বাহবাও কুড়িয়েছেন অভিনেতা। এক লহমায় বেড়ে গিয়েছে তাঁর অনুরাগী সংখ্যাও। বাঙালি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী প্রশ্ন তুলেছিলেন, রণবীরের জায়গায় কোনও অভিনেত্রী হলে কী হত? তাঁকেও কি বাহবাই জানানো হত, নাকি তাঁকে স্লাটশেম করা হত, তাঁর বাড়ি জ্বালিয়া দেওয়া হত, নাকি তাঁর বিরুদ্ধে রাস্তায় মিছিল হত? এমতবস্থায় রণবীরকে পুরোপুরি সমর্থন করেছেন তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন। আলিয়া ভাট, অর্জুন কাপুররাও তাঁকে বাহবা জানিয়েছেন। এবার মুখ খুললেন পরিচালক রাম গোপাল ভার্মা।

কিছুদিন আগেই রামগোপাল ভার্মা পরিচালিত দেশের প্রথম লেসবিয়ান ক্রাইম ড্রামা ‘ডেঞ্জারাস’ মুক্তি পায়। ছবিতে দুই অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানির সাহসী দৃশ্য রয়েছে। ছবিকে ঘিরে বিস্তর আলোচনাও হয়েছে দেশ জুড়ে। এক মাস যেতে না-যেতেই রণবীরের নিউডিটির বিষয় আলোচনার কেন্দ্রে। তা দেখে এবার মুখ খুলেছেন রাম গোপাল ভার্মা। মহিলাদের সঙ্গে পুরুষদের সমতা বজায় রাখার কথা তুলে ধরেছেন তিনি। রাম গোপাল বলেছেন, “আসলে সমতার কথা বলতে চেয়েছেন রণবীর সিং। মহিলারা যদি তাঁদের সেক্সি শরীর দেখাতে পারেন, পুরুষরা কেন পারবেন না। পুরুষদের জন্য অন্যমাত্রার বেঞ্চমার্ক তৈরি করার বিষয়টি কপটতা ছাড়া কিছুই নয়। মহিলাদের মতো পুরুষদেরও সমতার অধিকার থাকা প্রয়োজন।”

ক্লাইম্যাক্স, নেকেড-এর মতো সাহসী ছবিও তৈরি করেছেন রাম গোপাল ভার্মা। বলেছেন, “আমার মনে হয় ভারতবর্ষ ধীরে-ধীরে এগোচ্ছে।”