মলদ্বীপ থেকে ঘুরে লন্ডনে ফিরে এসে ললিত মোদী (Lalit Modi) সোশ্যাল মিডিয়াতে তাঁর এবং সুস্মিতা সেনের (Sushmita Sen)সম্পর্ক নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি সুস্মিতাকে নিজের ‘বেটর হাফ’ বলে উল্লেখ করেন। যা দেখে হতবাক হয়ে যান সকলে। কেউ এই সম্পর্ক মেনে নিতে পারেন না, তো কেউ একে ছকের সম্পর্ক বলে কটুক্তি করেন। তৈরি হয় একের পর এক মিম। মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। দুই পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয় আসল রহস্য। সুস্মিতার ভাই রাজীব সেনও খুব অবাক। কী অবস্থা প্রাক্তন বিশ্বসুন্দরীর বাবা সুবীর সেনের (Shubeer Sen)?
কলকাতায় তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা। কী বলেছেন তিনি এই বিষয়ে? মেয়ের অনেক বন্ধু-বান্ধব, ললিতও তেমনই জানিয়েছেন সুবীর সেন। তাঁর বক্তব্য, “সব বাবাই চায় মেয়ে জীবনে সেটেল করুক। আমিও সেটাই আশা করব, আনন্দিত হব, খুশি হব। ওরা অনেকদিনের বন্ধু। আমিও ওকে চিনি। ওর তো বন্ধু-বান্ধব আছে। মেয়ের কাছ থেকে এখনও পর্যন্ত কোন সংবাদ আসেনি। যতক্ষণ পর্যন্ত ওখান থেকে কনফারমেশন না আসছে কী বলব!”
প্রথম টুইটের কয়েক ঘণ্টা পরই আবার নতুন পোস্ট। যেখানে এবার প্রাক্তন আইপিলএল কর্তার দাবি, ‘নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু ডেটিং! সেটাও হবে একদিন’। ললিতের টুইটের পর সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মন্তব্য চলছে। সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শল পাশে দাঁড়িয়েছেন তাঁর। নিজের ইনস্টাস্টোরিতে তিনি যাঁরা মিম করছেন সুস্মিতাকে নিয়ে, তাঁদের উদ্দেশ্যে লিখেছেন, “কিসি পে হাসনে সে আগর তুমহেঁ সুকুন মিল যায়ে, তো হাস লেনা!! কিউকি পরেশান ও নেহি, তুম হো!!” (কারও উপর হাসতে পেরে যদি তোমার ভাললাগে, তাহলে হেসে নিও, কারণ চিন্তিত উনি নন, তুমি) “#SpreadLoveNotHate”। তিন বছরের তাঁদের সম্পর্ক শেষ হলেও ইদানীং তাঁদের আবার একসঙ্গে দেখে অনুরাগীরা নতুন করে তাঁদের সম্পর্ক জোড়া লাগার আশায় বুক বেঁধে ছিল। তার মাঝেই এল এই নতুন খবর।
তবে সুস্মিতা নিজে তাঁর ইনস্টাগ্রামে দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, তাঁর হাতে কোনও আংটি নেই। দুগ্গা দুগ্গা, তিনি ভাল আছেন। কার বক্তব্য জোড়ালো সেটা সময় বলবে। তবে আপাতত পুরো বিষয়টা সুস্মিতার পরিবারের তরফে কেউ জানেন না বলেই মনে হচ্ছে।
মলদ্বীপ থেকে ঘুরে লন্ডনে ফিরে এসে ললিত মোদী (Lalit Modi) সোশ্যাল মিডিয়াতে তাঁর এবং সুস্মিতা সেনের (Sushmita Sen)সম্পর্ক নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি সুস্মিতাকে নিজের ‘বেটর হাফ’ বলে উল্লেখ করেন। যা দেখে হতবাক হয়ে যান সকলে। কেউ এই সম্পর্ক মেনে নিতে পারেন না, তো কেউ একে ছকের সম্পর্ক বলে কটুক্তি করেন। তৈরি হয় একের পর এক মিম। মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। দুই পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয় আসল রহস্য। সুস্মিতার ভাই রাজীব সেনও খুব অবাক। কী অবস্থা প্রাক্তন বিশ্বসুন্দরীর বাবা সুবীর সেনের (Shubeer Sen)?
কলকাতায় তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা। কী বলেছেন তিনি এই বিষয়ে? মেয়ের অনেক বন্ধু-বান্ধব, ললিতও তেমনই জানিয়েছেন সুবীর সেন। তাঁর বক্তব্য, “সব বাবাই চায় মেয়ে জীবনে সেটেল করুক। আমিও সেটাই আশা করব, আনন্দিত হব, খুশি হব। ওরা অনেকদিনের বন্ধু। আমিও ওকে চিনি। ওর তো বন্ধু-বান্ধব আছে। মেয়ের কাছ থেকে এখনও পর্যন্ত কোন সংবাদ আসেনি। যতক্ষণ পর্যন্ত ওখান থেকে কনফারমেশন না আসছে কী বলব!”
প্রথম টুইটের কয়েক ঘণ্টা পরই আবার নতুন পোস্ট। যেখানে এবার প্রাক্তন আইপিলএল কর্তার দাবি, ‘নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু ডেটিং! সেটাও হবে একদিন’। ললিতের টুইটের পর সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মন্তব্য চলছে। সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শল পাশে দাঁড়িয়েছেন তাঁর। নিজের ইনস্টাস্টোরিতে তিনি যাঁরা মিম করছেন সুস্মিতাকে নিয়ে, তাঁদের উদ্দেশ্যে লিখেছেন, “কিসি পে হাসনে সে আগর তুমহেঁ সুকুন মিল যায়ে, তো হাস লেনা!! কিউকি পরেশান ও নেহি, তুম হো!!” (কারও উপর হাসতে পেরে যদি তোমার ভাললাগে, তাহলে হেসে নিও, কারণ চিন্তিত উনি নন, তুমি) “#SpreadLoveNotHate”। তিন বছরের তাঁদের সম্পর্ক শেষ হলেও ইদানীং তাঁদের আবার একসঙ্গে দেখে অনুরাগীরা নতুন করে তাঁদের সম্পর্ক জোড়া লাগার আশায় বুক বেঁধে ছিল। তার মাঝেই এল এই নতুন খবর।
তবে সুস্মিতা নিজে তাঁর ইনস্টাগ্রামে দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, তাঁর হাতে কোনও আংটি নেই। দুগ্গা দুগ্গা, তিনি ভাল আছেন। কার বক্তব্য জোড়ালো সেটা সময় বলবে। তবে আপাতত পুরো বিষয়টা সুস্মিতার পরিবারের তরফে কেউ জানেন না বলেই মনে হচ্ছে।