বরাবরই অভিষেক বচ্চনকে নিয়ে বিশেষ সচেতন থাকেন অমিতাভ বচ্চন। কারণ একটাই, কেরিয়ারের শুরু থেকেই অভিষেক বচ্চনকে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। শুনতে হয়েছে বাবার সঙ্গে তুলনা। একবার প্রকাশ্যে এক ভক্ত সপাটে চড় মেরে বসেছিলেন অভিষেক বচ্চনকে। কারণ হিসেবে জানিয়েছিলেন, অভিষেক বচ্চন খারাপ অভিনয় করে তাঁর বাবার নাম খারাপ করছেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তবে অমিতাভ কোনওদিনই তাঁর ছেলের পাশে দাঁড়াতে বিন্দুমাত্র পিছপা হননি। যেখানে যেখানে প্রয়োজন সেখানেই ছেলের হয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে।
সম্প্রতি পুরস্কার পেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন অভিষেক বচ্চন। সেই ছবি রিটুইট করে অমিতাভ বচ্চন লিখেছিলেন, আমার সন্তান, আমার গর্ব। তবে একবার সেই ছেলের পাশে দাঁড়াতে গিয়েই রুদ্রমূর্তী ধারন করেছিলেন অমিতাভ বচ্চন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পরিচালকের যখন অভিষেককে পছন্দই নয় তবে তিনি তাঁকে ছবিতে কেন নিয়েছিলেন?
২০০৬ সাল, ধুম ছবি সব থেকে বেশি জনপ্রিয় হয়। যেখানে অভিষেক বচ্চন ও হৃত্বিকের জুটি সকলের নজর কেড়েছিলেন। ভক্তদের মনেও জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। কেরিয়ারের পিকে তখন জুনিয়ার বচ্চন। অমিতাভ সহ্য করতে পারেননি ছেলের এই অপমান।
চুম থাকেননি তিনি। অমিতাভ এরপরই পরিচালকের উদ্দেশে সপাট জবাব দেন। জানান, ”আমি সাক্ষাৎকারটা পড়েছি। অভিষেকের ধুম নিয়ে পরিচালক মন্তব্য করেছেন। অভিষেক শেষ। আমার মনে হয় কোনও পরিচালকই তাঁর ছবির নিরিখে এক অভিনেতাকে বিচার করতে পারেন না। যদি তুমি অভিষেককে পছন্দই না করো, তবে তাঁকে ছবিতে নিলে কেন? আর যদি তুমি নিলে, তবে ওকে বিচার কেন করছ?”