
ইন্ডাস্ট্রিতে কত কী যে ঘটে, তার সিকিভাগও আসে না প্রকাশ্যে। গসিপের ভিড়ে হারিয়ে যায় ক্রমশ। এমনই এক ঘটনা দুই নায়িকার ‘চড়াচড়ি’। সেটে বিবাদ, আচমকা সেখান থেকেই কথা কাটাকাটি, আর তার পরেই সপাটে চড়– কী ভাবছেন ফিকশন? এমনটা মোটেও নয়। সে বেশ কয়েক বছর আগেকার কথা। ২০০৫ সালে এমনটাই ঘটে ‘প্যায়ারে মোহন’ ধারাবাহিকের সেটে। ছবিতে দেখা গিয়েছিল এষা দেওল, অমৃতা রাও, বিবেক ওবেরয় ও ফরদিন খানকে। সেখানে আচমকাই অমৃতার উপর চড়াও হন এষা। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে, রেগে গিয়ে অমৃতাকে চড় কষিয়ে দেন এষা।
যদিও এষার অভিযোগ ছিল, অমৃতাই তাঁকে অপমান করেছেন, তিনি বলেন, “অমৃতা আমাকে পরিচালকের সামনে অসম্মান করে। সেখানে ক্যামেরাম্যানও হাজির ছিলেন।” এষার যুক্তি ছিল নিজের সম্মান রক্ষা করতেই ওই কাজ করেছেন তিনি। তিনি বলেন, “আত্মসম্মান ও সম্ভ্রম রক্ষা করতেই আমি চড় মারি।” আপনি ভাবতেই পারেন, কৃতকর্মের জন্য পরবর্তীতে লজ্জায় পড়েছিলেন এষা! না, একেবারেই অনুশোচনা হয়নি তাঁর। তিনি দাবি করেছিলেন, পরবর্তীতে নাকি অমৃতা নিজেই তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেন, “আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি। ও নিজেই ক্ষমা চেয়েছিল। এখন সব ঠিক আছে।”অন্যদিকে মেয়ের পাশে দাঁড়ান হেমা মালিনীও। তিনি বলেন, “দেখুন, যদি কেউ বেঠিক কথা বলতেই থাকে, বারংবার নিষেধ করা সত্ত্বেও বলতেই থাকে, তবে অন্য রাস্তা বেছে নিতে হয়”। কিন্তু তাই সহঅভিনেত্রীকে চড়! বলি ইতিহাসে এ এক বিরলতম ঘটনা।
অমৃতাকে চড় মারেন এষা।