AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gauri Khan: ‘আমি চাইনি শাহরুখের ছবি হিট হোক’, এ কী বললেন গৌরী খান?

Shah Rukh Khan: শাহরুখ এক সময় কেবল গৌরী খানকে অনুসরণ করে চলে এসেছিলেন মায়ানগরিতে, সেই গৌরী খান নাকি চেয়েছিলেন শাহরুখ খানের ছবি ফ্লপ হোক। সেই গৌরী খান চেয়েছিলেন যেন মুম্বই ছেড়ে গৌরী খান চলে যান। কিন্তু কোথাও গিয়ে যেন গৌরী খান চাননি শাহরুখ খান বলিউডে কাজ করুক।

Gauri Khan: 'আমি চাইনি শাহরুখের ছবি হিট হোক', এ কী বললেন গৌরী খান?
এখানেই শেষ নয়, বহু ব্র্যান্ডের প্রচারের মুখ তিনি। সেই বাবদও তিনি মোটা টাকা নিয়ে থাকেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও তাঁর ভাল টাকা আয় হয়ে থাকে।
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 1:35 PM
Share

শাহরুখ খান ও গৌরী খান, এই জুটি এক কথায় বলতে গেলে বলিউডের অন্যতম সেরা কপিল, যাঁদের নিয়ে সর্বত্র থাকে চর্চা তুঙ্গে। যাঁদের লাভস্টোরি সকলের মুখে মুখে ফেরে। সেই জুটির ভেতরে থাকা সত্যিটা শুনলে এক কথায় চমকে যেতে হয়। শাহরুখ খান, যিনি এক সময় কেবল গৌরী খানকে অনুসরণ করে চলে এসেছিলেন মায়ানগরিতে, সেই গৌরী খান নাকি চেয়েছিলেন শাহরুখ খানের ছবি ফ্লপ হোক। সেই গৌরী খান চেয়েছিলেন যেন মুম্বই ছেড়ে গৌরী খান চলে যান। কিন্তু কোথাও গিয়ে যেন গৌরী খান চাননি শাহরুখ খান বলিউডে কাজ করুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা নিজেই খোলসা করেন গৌরী, বলেন, সবাই ভাবেন আমি হয়তো শাহরুখের পাশে সব সময় থাকতে পছন্দ করি, কিন্তু সত্যিটা এমন নয়। আমি নিজে একটা সময় চেয়েছিলাম যে শাহরুখের ছবি ফ্লপ করুক। কারণও খোলসা করতে দেখা যায় এদিন তাঁকে। গৌরী বলেন, আমি তো জানি ছবির জগতে জায়গা করা কতটা কঠিন। আমি ভাবিওনি যে ওর ছবি হিট হয়ে যাবে। যখন দেখতাম ও ছবির জগতে পা রাখতে চাইছে, তখন আমার মোটেও ভাল লাগত না। আমার মাত্র ২১ বছর বয়সে বিয়ে হয়েছে। তখন আমি চাইতাম ওর ছবি যদি হিট না হয় তাহলে আমরা দিল্লি ফিরে আসতে পারব। তখন ছবি কীভাবে হয়, এই জগতে কাজ কীভাবে চলে সবটাই আমার কাছে ভীষণ নতুন ছিল। সেই কারণেই বিষয়টা থেকে আমি সরে আসতে চেয়েছিলাম। তখন তাই চাইতাম কোনও ছবি যেন না চলে, সব ছবি যেন ফ্লপ হয়ে যায়। কিন্তু যখন ছবি চলতে শুরু করল, আমি বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটে গেল। সব ভাল হচ্ছে। আমি বুঝতেই পারলাম না কখন শাহরুখ খান এত বড় স্টার হয়ে গেল।