Inside Story: আচমকাই বিস্ফোরণ, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা

Gossip: ঠিক কী ঘটেছিল সেদিন সন্ধ্যায়? মঞ্চে পাঁচ বলিউড স্টারের নাচ করার কথা ছিল। তালিকায় ছিলেন, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা ও সইফ আলি খান। 

Inside Story: আচমকাই বিস্ফোরণ, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 2:59 PM

শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা বলিউডের অন্যতম বড় নাম। যাঁদের প্রথম থেকেই দর্শকেরা দিয়েছেন সুপারস্টারের তকমা। গোটা বিশ্বে তাঁদের পরিচিতি। ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের ডাক আসে কনসার্টের। তেমনই এক কনসার্টে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই পুরো টিম। ২০২১ সালে এক সাক্ষাৎকারে এমনই তথ্য সকলের সামনে এনেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সেই খবর। ঠিক কী ঘটেছিল সেদিন সন্ধ্যায়? মঞ্চে পাঁচ বলিউড স্টারের নাচ করার কথা ছিল। তালিকায় ছিলেন, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা ও সইফ আলি খান।

প্রত্যেকেই কাভি খুশি কাভি গম ছবির গানে নাচ করছিলেন। মঞ্চের সামনে তখনই এক বিকট আওয়াজ হয়। কান ফেটে যাওয়া সেই আওয়াজ যে স্মোক ব্লাস্টের নয়, তা প্রথমেই বুঝেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। চোখের সামনে সবটা স্পষ্ট হয় যখন, দেখেন প্রত্যেকটা মানুষ সেখান থেকে ছোটা ছুটি করছেন। পুলিশ পুরো এলাকাটা ঘিরে ফেলেছে। বেশ কিছু দেহ মাটিতে পড়ে রয়েছে। এমনই অবস্থায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে আর্টিস্টদের মধ্যেও।

শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া একে বারে সামনেই ছিলেন, কয়েক হাত দূরেই ঘটে এই কাণ্ড। যা মুহূর্তে সকলকে এক অদ্ভুত পরিস্থিতিতে ফেলে দেয় সকলেক। প্রিয়াঙ্কার কথায় প্রথম সারিতেই তাঁর মায়ের বসে থাকার কথা ছিল। কিন্তু পিছনের সারিতে ছিলেন তিনি, তাই তেমন কোনও অঘটন তাঁর সঙ্গে ঘটেনি বলেই খবর। কলম্বিয়ায় ঘটে এই ঘটনা, সেখান থেকে তাঁদের দ্রুত নিয়ে চলে যাওয়া হয় সেলেবদের বিমান বন্দরে। তবে সেই স্মৃতি আজও প্রিয়াঙ্কার মনে দগদগে।