রণবীর কাপুর, প্রথম থেকেই যিনি নিজের একশো শতাংশ দিয়ে থাকেন পর্দায় চরিত্রতে জীবন্ত করতে। তাঁরই ঝুলিতে রয়েছে এমন কিছু গল্প, যা আজও তিনি ভুলতে পারেন না। তেমনই এক স্মৃতিতে ভেসে সম্প্রতি এক অভি৫তার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। অতীতে এক সাক্ষাৎকারে রণবীরকে বলতে শোনা গিয়েছিল, তিনি গাঁজা সেবন করেন, অর্থাৎ মাদকের নেশা তাঁর ছিল। তবে সেটা ফিল্ম স্কুলে পড়ার সময়। তারপর তিনি নিজে সেই বিষয়টা থেকে সরে এসেছিলেন। তখন তাঁর কাছে ছিল একটি ধূমপান পাত্র। কিছুদিন পর যে সেই পাত্র আবার তাঁর হাতে ফিরে আসবে তিনি বুঝতে পারেননি।
ছবি রকস্টার, যেখানে এক ভিন্নস্বাদের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর কাপুরকে। সেখানেই এক অন্যরকমের অভিজ্ঞতা হয়েছিল রণবীরের। এক সাক্ষাৎকারে তিনি বললেন, ”আমি আবার সেই পাত্রটি ব্যবহার করেছিলাম রকস্টার ছবির শুটের সময়। তবে সেবার ছিল সবটাই অভিনয়। এটা সত্যি খুব কঠিন ছিল, যখন দেখি চারপাশে ৩০০ জন রয়েছেন যাঁরা সাধারণ দর্শক হওয়ার অভিনয় করছেন, কিন্তু সকলেই কাস্টের সদস্য। সেই মুহূর্তে ওই পাত্রটা আমায় বিষয়টা বাস্তব অনুভূতি দিয়েছিল।” তবে পরবর্তীতে তিনি স্পষ্ট করে দেন, তিনি গাঁজা সেবন করা ছেড়ে দিয়েছেন। এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন কাপুর সন। এই ধূমপান ছাড়ার কারণও জানিয়েছিলেন তিনি, তাঁর কথায়, তিনি এই স্বপ্ন সময় স্মৃতি বিলোপ হওয়ার বিষয়টা মেনে নিতে পারছিলেন না। আর ঠিক সেই কারণেই স্থির করেছিলেন তিনি ধূমপান করবেন না। এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, ”মাদক সেবন, মদ্যপান সবটা আমি অনেক করে নিয়েছি, এখন আমি জানি কোনটা জরুরী আর কোনটা নয়।”