Alia Bhatt: সঙ্কটে আলিয়া, জানতে পেরেই সাহায্যের হাত বাড়ান রণবীর, সে রহস্য গোপনই থেকে যায়
Gossip: তবে অনেকেরই হয়তো জানা নেই এই গানের শুটিংয়ের সময় রীতিমতো হাল ছেড়ে দিয়েছিলেন আলিয়া ভাট চেয়েছিলেন এই ছবির গান কে অন্য মাত্রায় নিয়ে যেতে।

দেখা গিয়েছে রকি অউর রানী কি প্রেম কহানি ছবিতে। সেখানেই দ্বিতীয়বারের জন্য জুটি বেঁধেছিলেন এই দুইস্টার। তবে আলিয়া ভাট ও রণবীর সিং-এর বন্ধুত্বের সম্পর্ক বহুদিন ধরেই বেশ গভীর। তাঁরা একে অপরকে নানা অসুবিধে বিপদের সময় সাহায্য করে এসেছেন। তবে অনেকেরই হয়তো জানা নেই, রণবীর সিং আলিয়া ভাটকে কেরিয়ারের এমন সময় সাপোর্ট করেছিলেন যার পর ইতিহাস গড়েন আলিয়া ভাট। কেটিয়ারের শুরুতে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন আলিয়া। তবে গঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবি দর্শকদের মনের জায়গা করে নিয়েছিল রাতারাতি। আলিয়া ভাট নিজেকে নতুন করে প্রমাণ করেছিলেন এই ছবিতে।
তবে অনেকেরই হয়তো জানা নেই এই গানের শুটিংয়ের সময় রীতিমতো হাল ছেড়ে দিয়েছিলেন আলিয়া ভাট চেয়েছিলেন এই ছবির গান কে অন্য মাত্রায় নিয়ে যেতে। যার মধ্যে অন্যতম হলে ঢোলিদা, যেখানে আলিয়া ভাটকে সম্পূর্ণ এনার্জি দিয়ে নাচতে হত সঙ্গে চোখে মুখে যেন স্পষ্ট থাকে তাঁর আবেগ। এই দুই এর ব্যালেন্স শেষ কোরিওগ্রাফ করা হয় এই গানকে। তবে একাধিকবার চেষ্টা করার পর শরীর ছেড়ে দেয় আলিয়া ভাটের তিনি বলে দিয়েছিলেন তিনি পারবেন না। একটা বেশি চেষ্টা তিনি করতে চেয়েছিলেন রণবীর সিং এর উপস্থিতিতে। বলিউডের সর্বাধিক এনার্জেটিক অভিনেতা হলেন রণবীর সিং। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। তাই তিনি সেটি উপস্থিত হতে সকলে নজর পড়ল তাঁর ওপর। আলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে এই গানে নিচে গিয়েছিলেন ক্যামেরার পেছন থেকে রণবীর। তাঁর এনার্জি দেখি আলিয়া ভাট নিজের ১০০ শতাংশ দিয়ে গানটিতে নেচেছিলেন। তবে এ রহস্য অনেকেরই জানা ছিল না। সম্প্রতিতে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলেও রণবীর সিংয়ের সেই নাচের মুহূর্ত। তারপর থেকেই চর্চায় বলিউডের অন্দরমহলের এই গসিপ।
When she just called him to tell him she wanted to give up and he showed up on set to support her😭🫶 #AliaBhatt #RanveerSingh pic.twitter.com/N0urGj17XZ
— . (@alooveerstan) August 12, 2023
