AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Happy Birthday Rekha: ‘লাঞ্চ বানাব, পোশাকের খেয়াল রাখব’, ভালবাসার মানুষকে নিয়ে কী বললেন রেখা…

Bollywood gossip: যদিও বিয়ের সাত মাসের মধ্যেই তাঁর স্বামী প্রয়াত হন। সাত মাসের মাথায় আত্মঘাতী হন মুকেশ। সেই শোক ভুলে আবারও মনের মানুষের খোঁজে ছিলেন রেখা। জানিয়েছিলেন তিনি মনের মানুষের খোঁজ করছেন। তিনি আবারও প্রেমে পড়তে রাজি রয়েছেন।

Happy Birthday Rekha: 'লাঞ্চ বানাব, পোশাকের খেয়াল রাখব', ভালবাসার মানুষকে নিয়ে কী বললেন রেখা...
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 3:55 PM
Share

১০ অক্টোবর, ৬৯ তম জন্মদিন অভিনেত্রী রেখার। যাঁর পরতে-পরতে জড়িয়ে রয়েছে নানা রহস্য, নানা কাহিনি, যাঁকে নিয়ে প্রতিটা মুহূর্তে চর্চা থাকে তুঙ্গে। আজও ভক্তদের মনে তিনি রহস্যময়ী। তাঁর মনের মানুষ কে তা জানতে আজও চায় ভক্তরা। যদিও সে প্রশ্নের উত্তর একাধিকবার তিনি নিজেই দিয়েছিলেন। তবে একটা সময় ছিল, যখন রেখা বিয়ের পিঁড়িতে বসেছিলেন, প্রেমে খুঁজে পেয়েছিলেন মুকেশ আগরওয়ালের মধ্যে। যে ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি ১৯৯০ সালে। যদিও বিয়ের সাত মাসের মধ্যেই তাঁর স্বামী প্রয়াত হন। সাত মাসের মাথায় আত্মঘাতী হন মুকেশ। সেই শোক ভুলে আবারও মনের মানুষের খোঁজে ছিলেন রেখা। জানিয়েছিলেন তিনি মনের মানুষের খোঁজ করছেন। তিনি আবারও প্রেমে পড়তে রাজি রয়েছেন।

এক সাক্ষাৎকারে বলেছিলেন, ”আমি অস্বীকার করব না যে আমি যদি কাউকে পাই যে আমাকে আমার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে পারবেন, আমি হয়তো ভেবে দেখব। যদি আমার জীবনে কেউ আসেন, আমি আমার সমস্ত মনঃসংযোগটা তাঁকেই দেব। আমি তাঁর পোশাক বদলে সাহায্য করব, তাঁর ডায়েটে নজর রাখব। তাঁর জন্য লাঞ্চ বানাব, নিজে পৌঁছে দেব।” যদিও সন্তান প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ”তিনি সন্তান পচ্ছন্দ করেন না। কারণ তাঁর মনে হয়, যদি সন্তান থাকে, তবে তিনি অন্য কিছুতে আর নজর দিতে পারবেন না। তিনি চান সম্পূর্ণ ফোকাসটাই সেই মানুষটাকে দিতে। কারণ তিনি মনে করেন যদি তাঁর সন্তান থাকে, তবে সেই রেখার সব থেকে বেশি কাছের হবে। সেক্ষেত্রের অন্যের সঙ্গে তা অন্যায় হবে বলেই জানান অভিনেত্রী।”