বলিউডে গত তিন দশক ধরে রাজত্ব করছেন তিন খান। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ কখনও ভাল খনও আবার মন্দ হতে দেখা গিয়েছে। তবে তালিকায় মন্দের সংখ্যা নেহাতই কম। দীর্ঘ দিন ধরে শাহরুখ খান ও আমির খানের বন্ধুত্ব। কেরিয়ারের শুরু থেকেই তাঁরা একে অন্যের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। তালিকায় ছিল কাজলের অভিনয় গুনও। তবে শাহরুখ খান যে আমির খানের থেকে একটা বিষয় বিস্তর এগিয়ে তা হয়তো অনেকেই জানে না। আমির খান নিজে মুখেই তা স্বীকার করেছিলেন। ১৯৯৬ সালের ঘটনা, একবার আমেরিকাতে একটি কনসার্টের জন্য গিয়েছিলেন আমির খান ও শাহরুখ খান। তখন শাহরুখ খান আমির খানকে অনুরোধ করেছিলেন, তিনি যেন একটি ল্যাপটপ কিনে ফেলেন।
আমির খান তখন হাসতে হাসতে জানিয়ে দেন, তিনি পারবেন না, কারণ তিনি টেকনোলজি সম্পর্কে সেভাবে কিছুই জানেন না। শাহরুখ খান এই বিষয় অনেকটাই এগিয়ে রয়েছেন। শাহরুখ খান প্রথম থেকেই গ্যাজেট সম্পর্কে ভীষণ খবর রাখেন। তিনি আরও জানিয়েছিলেন, শাহরুখ খান মার্কেটে আসা প্রতিটা আপডেটের খবর তাঁর কাছে থাকে। শাহরুখ খান সেই সূত্রেই আমির খানকে বুঝিয়ে ছিলেন কম্পিউটারের উপকারিতা। কিন্তু আমির খান সবটা শুনে ঘাড় নাড়লেও তিনি যে আদপে কিনবেন না তা শাহরুখ খান জানতেন।
তখন আমির খান নিজেও বলেছিলেন, তুমি নিজের জন্য যা কিনছ, তা আমার জন্যও একটা কিনে নিও। শাহরুখ খান একটি ল্যাপটপ উপহার দিয়েছিলেন আমির খানকে। যদিও টানা পাঁচ বছর তিনি সেই ল্যাপটপ খুলেও দেখেননি। অবশেষে তিনি যখন তা খোলার চেষ্টা করেন, তা খুলছিলও না। পরবর্তীতে আমির খান সাফ জানিয়ে দিয়েছিলেন ষাহরুখ খানকে, তাঁর সঙ্গে টেকনোলজির এমনই সম্পর্ক। সম্প্রতিতে এমনই এক মজার স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।