Shah Rukh Khan Controversy: বারবার ‘না’ বলার পর লেডি গাগার সঙ্গে এ কী করলেন শাহরুখ, নিন্দের ঝড় নেটপাড়ায়
Viral News: এই ভিডিয়ো ক্লিপিং প্রকাশে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। সকলে মিলে একটাই মন্তব্য করেছিলেন, 'না' কথার অর্থ 'না'।
শাহরুখ খান, এই সুপারস্টারকে নিয়ে মুঠো মুঠো খবর নিত্য তৈরি হয়। একদিকে যেমন কিং খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা দুনিয়া, তেমনই আবার কিং-এর এমন বেশ কিছু কাণ্ড রয়েছে, যা আজও বিতর্ক কেন্দ্রে জায়গা করে নেয়। তারই মধ্যে এক অন্যতম প্রসঙ্গ ছিল লেডি গাগার সঙ্গে তাঁর সাক্ষাৎ আজব কাণ্ড। এক সাক্ষাৎকারে গাগা ও শাহরুখ খানকে পাশাপাশি বসে কথা বলতে দেখা যায়। সেখানেই হাসি ঠাট্টায় বাক্যালাপ চলছিল তাঁদের। প্রথম থেকেই শাহরুখ খান চাইছিলেন লেডি গাগার চায়ের কাপ হাতে নিতে, যদিও হাসতে হাসতে তা এড়িয়ে যান গায়িকা। তবে সমস্যা এখানেই শেষ নয়, হঠাৎই শাহরুখ খান বলে বসেন ”হয়তো আপনার কাছে টাকা নেই, শপিং করতে পারছেন না, আমি আমার এই দামি ঘড়ি আপনাকে উপহার দিতে চাই।”
বিষয়টা মজার সঙ্গে নিয়েই লেডি কাকা বলেছিলেন ‘না না’, যদিও সেই ‘না’ শুনতে নারাজ ছিলেন শাহরুখ খান। তিনি হাত থেকে ঘড়ি খুলে রীতিমতো উঠে এগিয়ে যান লেডি গাগার কাছে। গায়িকা সোফার একটি কোণে গিয়ে নিজের হাত লুকিয়ে নেন এবং সমানে অনুরোধ করেন, এ ঘড়ি যেন তাঁকে দেওয়া না হয়। তবে শাহরুখ খান শুনতে ছিলেন নারাজ। তিনি এক প্রকার হাত টেনে ঘড়িটা পরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং অনুরোধ করেন যেন তিনি ঘড়িটা নেন। একটা সময় পর হাল ছেড়ে দিয়ে লেডি গাগা বলেন, তিনি কেন নেবেন এই ঘড়ি, শাহরুখ খান তো কোনও ভক্তকে দিতে পারেন, এরপর কিং জানেন নিজের হাতে তা যেন লেডি গাগা দিয়ে দেন। শাহরুখ খানের এই কথা শুনে অবশেষে শান্ত হন গায়িকা। এই ভিডিয়ো ক্লিপিং প্রকাশে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। সকলে মিলে একটাই মন্তব্য করেছিলেন, ‘না’ কথার অর্থ ‘না’। শাহরুখ খানকে যখন এতবার মানা করছিলেন গাগা, তবে তাঁর সে অনুরোধ রাখা উচিত ছিল। তিনি কখনও-ই একজন মহিলাকে এভাবে জোর করতে পারেন না।
Shah Rukh Khan’s Interview with Lady Gaga. Do you think his behavior here is acceptable? by u/BenDoverHughJass in IndiaSpeaks