Raha Kapoor: মায়ের মতো মুখ, বাবার মতো চোখ; এমনই দেখতে হয়েছে রাহাকে

Alia-Ranbir: বরাবরই মুম্বইয়ের পাপারাৎজ়িরা গোপনীয়তা বজায় রেখেছেন রাহার ব্যাপারে। রেখেছেন আলিয়া-রণবীরের অনুরোধও। তাঁদের তারকা যুগল ছবি দেখিয়েছেন রাহার। কিন্তু তাঁরা কেউই ছোট্ট রাহার ছবি প্রকাশ পেতে দেননি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নয়া তথ্য।

Raha Kapoor: মায়ের মতো মুখ, বাবার মতো চোখ; এমনই দেখতে হয়েছে রাহাকে
(বাঁ দিকে) আলিয়া ভাট; মায়ের কোলে রাহা। দিদিমা সোনি রাজদানের বাড়িতে যাওয়ার সময় তোলা ছবি।

| Edited By: Sneha Sengupta

Oct 10, 2023 | 7:15 PM

দেখতে-দেখতেই এক বছর পার হতে চলেছে। ২০২২ সালের ৬ নভেম্বর রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ঘর আলো করে জন্ম নিয়েছিল তাঁদের একমাত্র সন্তান রাহা কাপুর। রবিবারের দুপুরবেলায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় রাহার। তারপর থেকে ১১ মাস কেটে গিয়েছে। রাহার নাম জানা ছাড়া আর তেমন কোনও তথ্যই সামনে আনেননি রণবীর-আলিয়া। এখনও পর্যন্ত বিশ্ববাসী ঝলকই দেখেনি রাহার মুখশ্রীর। কার মতো দেখতে হয়েছে রাহাকে। মা আলিয়া ভাটের মত নাকি বাবা রণবীর কাপুরের মতো। এবার সামনে এল সেই তথ্যই।

মুম্বইয়ের পাপারাৎজ়িরা গোপনীয়তা বজায় রেখেছেন এ ব্যাপারে। রেখেছেন আলিয়া-রণবীরের অনুরোধও। তাঁদের তারকা যুগল ছবি দেখিয়েছেন রাহার। কিন্তু তাঁরা কেউই ছোট্ট রাহার ছবি প্রকাশ পেতে দেননি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নয়া তথ্য।

‘তু ঝুটি মে মক্কার’ ছবির প্রচারের সময় রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, রাহা কপুর কার মতো দেখতে। কন্যা সম্পর্কে সেদিন রণবীর বলেছিলেন, “ঠিক বুঝতে পারি না জানেন, কখনও ওকে আমার মত দেখতে লাগে, তো কখনও দেখতে লাগে আলিয়ার মতো। ওকে হয়তো ওর মতই সুন্দর দেখতে।”

রাহার ছবি দেখার জন্য বারবারই আলিয়া-রণবীরের কাছে বায়না জুড়ে দেয় পাপারাৎজ়িরা। তাঁদের কারও-কারও কথা রেখেছিলেন আলিয়া-রণবীর। মোবাইলে ছবি দেখিয়েছিলেন রাহার। তখন এক পাপারাৎজ়ি জানিয়েছিলেন, প্রথম দর্শনেই রাহাকে দেখে মনে হয়েছিল তাঁকে দেখতে এক্কেবারে তাঁর বাবা রণবীর কাপুরের মতোই। এই না হলে পাপা কি পরী!

আর কিছুদিনের মধ্যেই এক বছর পূর্ণ হবে রাহার। সম্প্রতি মা আলিয়ার কোলে চেপে দিদিমা, সোনি রাজদানের বাড়ি সময় কাটানোর জন্য যাচ্ছিল সে। তাকে ক্যামেরাবন্দি করে ফেলা হয়। পরে তাঁর ছবি ব্লার করে নেট মাধ্যমে ছাড়িয়েও দেওয়া হয়। সেই ব্যক্তি জানিয়েছিলেন, রাহার চোখ দুটো অবিকল তাঁর বাবার মতো দেখতে। তবে প্রথম থেকে অনেকটাই মুখের গড়ন পাল্টেছে তাঁর। প্রথম দর্শনেই রাহাকে দেখে মনে হবে সে আলিয়া ভাটেরই মেয়ে। কিন্তু চোখ দুটো বাবার ডুপ্লিকেট।