Bollywood Inside: দীপিকা-আলিয়া নন, ভারতের কোন অভিনেত্রী ১ মিনিটে ১ কোটি পারিশ্রমিক নিয়ে চর্চায়

Gossip: অভিনেত্রীরা এখন অনেকটাই পারিশ্রমিক বাড়িয়েছেন। একটা সময় খোদ করিনা কাপুর পারিশ্রমিকের এই বিভেদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এখন অভিনেত্রীদের পারিশ্রমিকের মাত্রা বেশ বেড়ে গিয়েছে অনেকাংশে।

Bollywood Inside: দীপিকা-আলিয়া নন, ভারতের কোন অভিনেত্রী ১ মিনিটে ১ কোটি পারিশ্রমিক নিয়ে চর্চায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 4:23 PM

ধীরে-ধীরে বাড়ছে বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের মাত্রা। বলিউড প্রথম থেকেই অভিনেতা নির্ভরশীল। ছবিতে পোস্টারে সব জায়গায় অতিরিক্ত মাত্রায় জায়গা পেয়ে থাকতেন অভিনেতারা। যার ফলে তাঁদের পারিশ্রমিকও বহু গুণ বেশি থাকতে অভিনেত্রীদের তুলনায়। তবে দিন দিন বলিউডের এই ধারা পাল্টে যেতে দেখা যায়। আর এই ধারা পরিবর্তনের কান্ডারী যাঁরা হয়ে ওঠেন, তাঁদের মধ্যে অন্যতম নাম হল, বিদ্যা বালান, তাপসী পান্নু, দীপিকা পাড়ুকোন প্রমুখেরা। বর্তমানে তথাকথিত হিরো ছাড়াও ছবি হচ্ছে। এবং তা রাতারাতি জনপ্রিয় হতে দেখা যায়।

যার ফলে অভিনেত্রীরা এখন অনেকটাই পারিশ্রমিক বাড়িয়েছেন। একটা সময় খোদ করিনা কাপুর পারিশ্রমিকের এই বিভেদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এখন অভিনেত্রীদের পারিশ্রমিকের মাত্রা বেশ বেড়ে গিয়েছে অনেকাংশে। বহু অভিনেত্রী পারিশ্রমিক বহু অভিনেতা থেকেও অনেক বেশি। তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, কিয়ারা আডবাণী প্রমুখেরা। তবে বর্তমানে বলিউড তথা ভারতের সর্বাধিক পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী কে জানেন? এ প্রশ্ন শুনে যে যে নাম অনুমান করা যায় বা মাথায় আসে, তাঁদের মধ্যে কেউ নয়, বরং এই তালিকায় সবার উপরে থাকা নামটি হল উর্বশী রাউটেলা।

রাউটেল্লা এখন এক মিনিট পারফর্মের জন্য পারিশ্রমিক নিচ্ছেন এক কোটি টাকা। সম্প্রতি এক পারফর্মে তিন মিনিটের জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যার ফলে ধরে নেওয়াই যায় এক মিনিটের জন্য তিনি এক কোটি টাকা চার্জ করছেন। যা এর আগে ভারতের বুকে কোনও অভিনেত্রী নেননি। তাই এই খবর প্রকাশে আসার পর রাতারাতি চর্চার কেন্দ্রে জায়গা করে নিলেন উর্বশী। বলিউডে তাঁর গড় হাজিরা থাকলেও, ফ্যাশন দুনিয়া থেকে বিশ্বের দরবারে বিভিন্ন প্লাটফর্মে তাঁর চাহিদা তুঙ্গে। ফলে উর্বশীকে এখন পেতে হলে দিতে হবে মোটা টাকা পারিশ্রমিক।