Kriti Sanon-Goodbye: ‘বিশেষ ধন্যবাদ’ কৃতি শ্যাননকে ‘গুডবাই’ ছবির শুরুতেই, কিন্তু কেন?
Kriti Sanon-Goodbye: 'গুডবাই' মুক্তির আগে অমিতাভ বচ্চন একটি ভিডিয়ো শেয়ার করেন ইনস্টাগ্রামে।
রশ্মিকা মনদানার (Rashmika Mandanna) প্রথম বলিউড ছবি ‘গুডবাই’ (Goodbye) আজ মুক্তি পেয়েছে। ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন বলিউডের সুপার স্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে। কিন্তু ছবি দেখতে গিয়ে দর্শক খেয়াল করেছেন, ছবির ক্রেডিট লাইনে প্রথমেই ‘বিশেষ ধন্যবাদ’ জানানো হয়েছে অভিনেত্রী কৃতি শ্যাননকে (Kriti Sanon)। কেন তাঁকে ধন্যবাদ জ্ঞাপন? এই প্রশ্নের উত্তর স্বয়ং দিয়েছেন পরিচালক বিকাশ বহল। কারণ ছবির নাম ‘গুডবাই’ প্রস্তাব করেছিলেন কৃতি-ই। এমনকী কৃতিরই করার কথা ছিল রশ্মিকা অভিনীত চরিত্রটি। কিন্তু কৃতি এই চরিত্র না করে পরিচালকেরই আর একটি ছবি গণপথ ১-এ কাজ করার সিদ্ধান্ত নেন। এই ছবিতে তিনি টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তাঁর প্রথম ছবি হিরোপন্তি-র নায়ক ছিলেন টাইগার।
একটি সাক্ষাৎকারে বিকাশ জানান যে কৃতি পরিচালককে পরামর্শ দেন যে তাঁর সব ছবির নাম হিন্দিতে, তাই এই ছবির নাম গুডবাই রাখাই উপযুক্ত হবে। অমিতাভ বচ্চনও এই নামই উপযুক্ত বলে মনে করেছিলেন। প্রথমে ছবির নাম ডেডলি রাখার কথা ভেবেছিলেন পরিচালক, তারপর কৃতির পরামর্শে হয় এই পরিবর্তন।
‘গুডবাই’ মুক্তির আগে অমিতাভ বচ্চন একটি ভিডিয়ো শেয়ার করেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে ছবি রিলিজের আগে রশ্মিকা নার্ভাস। তাই তিনি ফোন করছেন বিগ বি-কে। ডেবিউ ছবি, তাই স্বভাবতই তিনি চিন্তিত। তবে অমিতাভ তাঁকে সাহস জুগিয়েছেন তাঁর কাজের প্রশংসা করে।
View this post on Instagram
অন্যদিকে পুষ্পা অভিনেত্রী রশ্মিকাও নিজের ইনস্টা স্টোরিতে বিগ বি-র ভিডিয়ো শেয়ার করে জানান, কীভাবে বিগ বি সব সময় তাঁর পাশে থেকে গাইড করেছেন শুটিংয়ের সময়। সেই সঙ্গে এইবারও তাঁকে দুশ্চিন্তামুক্ত করলেন। অমিতাভ তাঁর চিন্তা এতটাই দূর করলেন যে ছবি মুক্তির দিনই তিনি তাঁর ‘রটনার’ প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে মলদ্বীপ ছুটি কাটাতে গেলেন। এই বছর বিজয়ও লাইগার ছবি দিয়ে বলিউডে ডেবিউ করলেন। তবে সেই ছবি বক্স অফিসে সেই ভাব প্রভাব বিস্তার করতে পারেনি।
আজ মুক্তি পেয়েছে গুডবাই। ছবির টিকিট ১৫০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা।