Salman Khan: ঠিক এই কারণেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে চেয়েছেন সলমন খান

Salman Khan in 29th KIFF: ভাইজানের মতো শাহরুখ খানও আসবেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তিনি কলকাতার অ্য়াম্বাস্যাডর। প্রত্যেকবারই আসেন কিফে। এবার প্রিয় বন্ধু সলমনের হাত ধরেই আসবেন শাহরুখ। অর্থাৎ, এবার 'পাঠান' এবং 'টাইগার'-এর যুগলবন্দি দেখা যাবে গোটা কলকাতায়।

Salman Khan: ঠিক এই কারণেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে চেয়েছেন সলমন খান
সলমন খান, টাইগার থ্রি ছবির মাধ্যমে স্পাই ইউনিভার্সে প্রথম পা রাখলেন তিনি। অর্থাৎ শাহরুখ খান, হৃত্বিক রোশনদের দলে এবার থেকে থাকছেন তিনিও।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 6:28 PM

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অন্যবারের চেয়ে একটু আলাদা। এবার এমন এক মানুষের আগমন ঘটবে, যিনি আগে কোনওদিনও আসেননি কিফে। তিনি মুম্বইয়ের ভাইজান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন সলমন খান। কেবল আসবেন না, খানিকটা সময়ও কাটাবেন তিনি। এর সূত্রপাত কীভাবে হয়েছিল জানেন?

২০২৩ সালের মে মাসে কলকাতায় এসেছিলেন সলমন খান। বহু বিখ্যাত মানুষের মতো তিনিও দেখা করতে ভোলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হাজির হয়েছিলেন তাঁর কালীঘাটের বাড়িতে। সলমন খানকে সেদিন খুব আপ্যায়ন করেছিলেন মমতা। ত্রুটি রাখেননি কোনও। মুখমন্ত্রীর আতিথেয়তায় মন ভরে গিয়েছিল সলমন খানের। তখনই মমতা বলে বসেন, আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে আসতেই হবে। সলমন জানিয়েছিলেন, তিনি আপ্রাণ চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া সেই কথাই রেখেছেন সলমন। এবারের ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে চলেছেন ভাইজান।

ভাইজানের মতো শাহরুখ খানও আসবেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তিনি কলকাতার অ্য়াম্বাস্যাডর। প্রত্যেকবারই আসেন কিফে। এবার প্রিয় বন্ধু সলমনের হাত ধরেই আসবেন শাহরুখ। অর্থাৎ, এবার ‘পাঠান’ এবং ‘টাইগার’-এর যুগলবন্দি দেখা যাবে গোটা কলকাতায়। তবে আসতে পারবেন না অমিতাভ বচ্চন। কেননা, তিনি অসুস্থ। শারীরিক জটিলতার কারণে বাতিল করেছেন কর্মসূচি। তবে অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন আসছেন।