Shahrukh Khan: দেরি করে আসার জন্য ভক্তদের কাছে কী বলে ক্ষমা চাইলেন শাহরুখ?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 04, 2023 | 1:25 PM

Jawan Success: 'জওয়ান'-এর সাকসেস পার্টিতে দেরি করে এসেছিলেন শাহরুখ। তা নিয়ে এক সাংবাদিক একটি দীর্ঘ প্রতিবেদন লিখেছিলেন। তা নজর এড়ায়নি কিং খানের। বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেন কিং। সেই অনুষ্ঠানেও দেড় ঘণ্টা দেরি করে আসেন এবং উল্লেখ করেন তাঁকে নিয়ে লেখা সেই প্রতিবেদনেরও।

Shahrukh Khan: দেরি করে আসার জন্য ভক্তদের কাছে কী বলে ক্ষমা চাইলেন শাহরুখ?
শাহরুখ খান।

Follow Us

‘জওয়ান’-এর সাফল্যের জন্য মঙ্গলবার (৩ অক্টোবর, ২০২৩) ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। সেখানে তিনি পৌঁছেছিলেন অনেক দেরিতে। এবং পৌঁছেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন অনুরাগীদের থেকে। সেই ভিডিয়োও প্রকাশিত হয়েছে নেটের পাতায়। তাতে কিংকে বলতে শোনা গিয়েছে, “আমি আমার টিমকে জিজ্ঞেস করেছিলাম, আমার যদি একটু দেরি হয়ে যায়, ওরা আমাকে ক্ষমা করে দেবেন তো না? জবাবে আমার টিম আমাকে বলেছিল, ওরা আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আপনার সঙ্গে অপেক্ষা করবেন। এবং মনে-মনে আপনাকে তিরস্কারও দেবেন।”

এর পর মুম্বইয়ের এক অনুষ্ঠানের কথা বলেন শাহরুখ। সিনেমা হলে ‘জওয়ান’-এর সাফল্যকে উদযাপন করা হয়েছিল সেই অনুষ্ঠানে। কিং খান বলেছেন, “সেই ইভেন্টে যেতে আমার দেড় ঘণ্টা দেরি হয়েছিল। এবং এক ভদ্রলোক আমার দেরি হওয়াকে কেন্দ্র করে একটা গোটা প্রতিবেদন লিখেছিলেন। তিনি জানতে না, বিভিন্ন জায়গা থেকে ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতে এসেছিলেন মানুষ। কেউ-কেউ এসেছিলেন দুবাই থেকেও। তাই ইচ্ছাকৃত দেরি করেননি কেউ।”

মঙ্গলবারের অনুষ্ঠানে ‘জওয়ান’ ছবি থেকে নানা সংলাপ বলেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে বলেন, “ম্যায় কউন হুঁ” কিংবা ছবির বিখ্যাত বাবা-ছেলে সংলাপ “বেটে কো হাত লাগা নে সে পহলে বাপ সে বাত কর”। কিং বলেন, “ছবিটা আপনাদের সঙ্গেই তৈরি করেছি। এটাই তো আমরা। এটাই তো আমাদের কণ্ঠ…”

Next Article