Vicky Kaushal: ক্যাটরিনাকে দানব বললেন ভিকি; এ কেমন সম্বোধন অভিনেতার?

Hindi Films: শৃঙ্খলা মানার ব্যাপার থাকলে ক্যাটরিনাকে দানবিক বলে মনে হয় ক্যাটরিনার। তাঁদের মধ্যে কে বেশি অলস জিজ্ঞেস করায় ক্যাটরিনা বলেছেন, "আমার যদি কাজ না থাকে। আমি যদি বাড়িতেই থাকি। আমিই সবচেয়ে অলস ব্যক্তি।"

Vicky Kaushal: ক্যাটরিনাকে দানব বললেন ভিকি; এ কেমন সম্বোধন অভিনেতার?
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, বলিউডের অন্যতম চর্চিত জুটি। দুই বছর হল তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছেন। সংসার করছেন চুটিয়ে।

| Edited By: Sneha Sengupta

Sep 29, 2023 | 10:32 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা ভিকি কৌশলের ছবি ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি। ছবি নিয়ে নানা কথা বলতে গিয়ে তাঁর স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্পর্কেও অনেক কথা বলেছেন ভিকি। স্ত্রীকে ‘মনস্টার’, অর্থাৎ দানবের সঙ্গে তুলনা করেছেন ভিকি।

শৃঙ্খলা মানার ব্যাপার থাকলে ক্যাটরিনাকে দানবিক বলে মনে হয় ক্যাটরিনার। তাঁদের মধ্যে কে বেশি অলস জিজ্ঞেস করায় ক্যাটরিনা বলেছেন, “আমার যদি কাজ না থাকে। আমি যদি বাড়িতেই থাকি। আমিই সবচেয়ে অলস ব্যক্তি।”

দাম্পত্যের খুঁটিনাটি সম্পর্কে অনেককিছু বলেছেন ভিকি। জানিয়েছেন, ব্যক্তি জীবনে ক্যাটরিনা খুবই শৃঙ্খলাবদ্ধ মানুষ। কিন্তু তাতে কোনও সমস্যা তৈরি হয় না। ভিকি বলেছেন, “দু’জনেই যখন বাড়িতে থাকি আরাম করে সময় কাটাই আমরা। আমাদের বাইরে গিয়ে কাজ করতে হয় না তখন। দু’জনেই অলস হয়ে পড়ি। সেটা সুন্দর বিষয়। মনে হয় দু’জনে মিলে পার্টি করছি আমরা। কিন্তু ক্যাটরিনা একজন দানবের মতো মানুষ।”

ভিকি এও জানিয়েছেন, সহজে তুষ্ট করা যায় না ক্যাটরিনাকে। বলেছেন, “কিছু বিষয়ে মারাত্মক খুঁতখুঁতে ক্যাটরিনা। যেমন ধরুন খাবার, পোশাক, ইত্যাদি।”