Jawan: ইংল্যান্ডে ‘জওয়ান’ দেখেই টিকিটের টাকা ফেরত নেওয়ার লাইন…, কেন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 13, 2023 | 4:30 PM

Viral News: এরপরই সকলের রে রে করে ওঠে, সিনেমা হল কর্তৃপক্ষের থেকে ফেরত চায় টিকিটের দাম। তার জন্য পড়ে যায় লম্বা লাইন।এই ভিডিয়ো এক দর্শক ইংল্যান্ড থেকে শেয়ার করতে তা পলকে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। অর্থাৎ ইংল্যান্ডের দর্শকদের জওয়ান ছবি পছন্দ হয়নি, এমনটা নয়।

Jawan: ইংল্যান্ডে জওয়ান দেখেই টিকিটের টাকা ফেরত নেওয়ার লাইন..., কেন?

Follow Us

‘জওয়ান’ ঝড়ে এখন কাবু গোটা দেশ। না, গোটা দেশ বললে ভুল বলা হবে, ‘জওয়ান’ জ্বরে কাবু এখন গোটা বিশ্ব। দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই ছবি ছয় দিনে ৬০০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে। শাহরুখ খান বলেই তা সম্ভব, এক বাক্যে এ সত্যি মেনে নিতে এখন আর কারও দ্বিমত নেই। বলিউডে রাতারাতি বক্সঅফিসের পালাবদলের যে জাদুটা শাহরুখ খান পর্দায় দেখালেন তা এক কথায় ইতিহাস। সকলেই ‘জওয়ান’ ছবির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু হঠাৎ ইংল্যান্ডে দেখা গেল এর উল্টো ছবি। শাহরুখ খানের ‘জওয়ান’ দেখার পরই সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। সকলেই ফেরত চাইছেন টিকিটের মূল্য। তবে কী ‘জওয়ান’ ছবি তাদের ভাললাগেনি?

এবার সামনে এল আসল কারণ, ইংল্যান্ডের এক প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সিনেমা বিরতির পর থেকেদেখান শুরু হয়। যার ফলে বিরতির সময় ছবি শেষ। অর্থাৎ ছবির প্রথম অংশ এই প্রেক্ষাগৃহে চালানোই হয় না। এরপর বিরতিতে সকলেই প্রশ্ন করে ভিলেন তো মরে গেল, তাহলে এরপর ছবিতে কী থাকবে? সেই রহস্যের সমাধান করতে গিয়ে আবিষ্কার করেন দর্শকেরা, তাঁরা ছবি দ্বিতীয় অংশ দেখে ফেলেছেন, প্রথম অংশ চালানই হয়নি। এরপরই সকলের রে রে করে ওঠে, সিনেমা হল কর্তৃপক্ষের থেকে ফেরত চায় টিকিটের দাম। তার জন্য পড়ে যায় লম্বা লাইন।

এই ভিডিয়ো এক দর্শক ইংল্যান্ড থেকে শেয়ার করতে তা পলকে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। অর্থাৎ ইংল্যান্ডের দর্শকদের জওয়ান ছবি পছন্দ হয়নি, এমনটা নয়। এই ছবি প্রথম অংশ না দেখানোর ফলে মেজাজ হারিয়ে তাঁরা সিনেমা কর্তৃপক্ষের কাছ থেকে টিকিটের দাম ফের চান। তাঁদের কারও-ই ছবির প্রথম অংশ দেখা হয়নি।

Next Article