Jee Le Zaraa: ক্রমেই পিছিয়ে যাচ্ছে ‘জি লে জ়রা’ ছবির কাজ, কী সমস্যা হচ্ছে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়ার…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 24, 2023 | 1:31 PM

Bollywood Gossip: ছবি যে হবে না এমনটা নয়। তবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি হওয়ার কথা ছিল, তার মধ্যে হয়ে উঠবে না বলে অনুমান করছেন ছবির পরিচালক-সহ নির্মাতা টিম।

Jee Le Zaraa: ক্রমেই পিছিয়ে যাচ্ছে জি লে জ়রা ছবির কাজ, কী সমস্যা হচ্ছে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়ার...

Follow Us

এক বছর ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে ছবি ‘জি লে জ়রা’। অভিনয় থাকছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছিল তাঁদের এক সঙ্গে তোলা ছবিও। তবে ছবির কাজ কিছুতেই শেষ হচ্ছে না। পরিচালক ফারহান আখতর হাজার চেষ্টা করেও তিন অভিনেত্রীকে এক জায়গায় করে উঠতে পারছেন না। ১২ বছরের বিরতির পর পরিচালনায় ফিরছিলেন ফারহান আখতার। তবে শত যত্নের সত্বেও কেন এই ছবি হয়ে উঠছে না, তা নিয়ে এখন জল্পনা বলিউডে। ছবি যে হবে না এমনটা নয়। তবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি হওয়ার কথা ছিল, তার মধ্যে হয়ে উঠবে না বলে অনুমান করছেন ছবির পরিচালক-সহ নির্মাতা টিম।

যার ফলে শোনা যাচ্ছে ফারহান আখতার নাকি নতুন প্রজেক্টেও যোগ দিতে চলেছেন তবে এই ছবি নিয়ে সমস্যা কোথায় হল?  প্রিয়াঙ্কা চোপড়া, যে তারিখগুলো দিয়েছিলেন এই ছবি শুটিংয়ের জন্য, সেই নির্দিষ্ট সময় উপস্থিত থাকতে পারেননি। হঠাৎ এসে যায় তাঁর হলিউড প্রজেক্ট। যার ফলে এক বছর পিছিয়েছেন তিনি ছবির শুটিং। অন্যদিকে গত বছর যে সময়টি শুট করার কথা ছিল, সেই সময় আলিয়া ভাট অন্তঃসত্তা হয়ে পড়েন। বর্তমানে তিনি অন্যান্য ছবিকে যে তারিখ দিয়ে ফেলেছেন, তার মধ্যে থেকে সময় করে নেওয়া খুব কঠিন।

একই অবস্থা ক্যাটরিনা কাইফের। বেশ কিছুটা বিরতির পর এখন তিনি একাধিক প্রজেক্ট এর সঙ্গে যুক্ত হতে চলেছেন। ফলে ফাহরান ঠিক করেন এই ছবিকে পিছিয়ে দেওয়াই শ্রেয়। কেবল পিছিয়ে দেওয়াই নয়, তিনি তাঁর আগামী প্রজেক্ট-এর জন্য কথা বলাও শুরু করেছেন অনেকের সঙ্গে। যার মধ্যে অন্যতম নাম হল আমির খান। অভিনয় নয় এখন আমির খান থাকতে চান প্রযোজনায়। ফারহান আখতার তাঁর থেকেই অফার পান অভিনয়ের। স্পেনের খেলাধূলা নিয়ে তৈরি ছবি ‘ক্যাম্পেওনস’-এর রিমেক বানাবেন আমির। সেখানেই অভিনয় করবেন ফারহান। সলমন খানকে প্রথমে নেওয়ার কথা স্থির করেছিলেন। পরবর্তীতে তিনি ফারহান আখতারকেই নিতে চান এই ছবির জন্য। এখানেই শেষ নয়, বলিউডে কানপাতলে আরও শোনা যাচ্ছে তিনি এই ছবির কাজ শেষ করেন ডন ৩ (থ্রি)-র কাজ শুরু করবেন। তারপর তিনি ফিরবেন জি লে জ়রা ছবিতে।

Next Article