Shilpa Shetty: স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারে কেন শিল্পাকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ; প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 24, 2021 | 1:53 PM

ভিয়ান ইন্ডাস্ট্রি বোর্ড অফ ডিরেক্টর্স পদ থেকে নাকি সরে এসেছিলেন শিল্পা। ভিয়ান ইন্ডাস্ট্রি রাজের কোম্পানি। এই সংস্থা পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি ও বাজারে ডিট্রিবিউশনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে।

Shilpa Shetty: স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারে কেন শিল্পাকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ; প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
শিল্পা শেট্টি (সৌ: ইনস্টাগ্রাম)

Follow Us

সোমবার, ১৯ জুলাই, রাতে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ২৭ জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকবেন রাজ। শুক্রবার স্ত্রী ও অভিনেত্রী শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ৬ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব।

কিন্তু কেন শিল্পাকে জেরা করল পুলিশ? শুধুমাত্র রাজের স্ত্রী হওয়ার কারণেই কি জিজ্ঞাসাবাদ, নাকি অন্য কোনও জোড়ালো কারণ আছে এর পিছনে। শোনা যাচ্ছে, ভিয়ান ইন্ডাস্ট্রির বোর্ড অফ ডিরেক্টর্স পদ থেকে নাকি সরে এসেছিলেন শিল্পা। ইস্তফা দিয়েছিলেন। বলাই বাহুল্য, ভিয়ান ইন্ডাস্ট্রির মালিকের নাম রাজ কুন্দ্রা। এই সংস্থা পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি ও বাজারে ডিট্রিবিউশনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে।

জিজ্ঞাসাবাদের সময় পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরির সঙ্গে তাঁর যোগ সরাসরি অস্বীকার করেছেন শিল্পা। বলেছেন, রাজের অ্যাপ ‘হটস্পট’-এর ভিডিয়োগুলি পর্নোগ্রাফিক নয় একটিও। গহনা বশিষ্টের মতো শিল্পাও সেগুলিকে ‘এরোটিক’ ভিডিয়োর তকমা দিয়েছেন। বলেছেন, ওটিটি প্ল্যাটফর্মে অনেক বেশি অশালীন দৃশ্য দেখানো হয়।

শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখবে মুম্বই পুলিশ। ঠিক কতদিন ভিয়ান ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরের আসনে বসেছিলেন শিল্পা, সেটিও জানার চেষ্টা করছে তাঁরা। সংস্থার সিসিটিভি ফুটেজ দেখছেন। কোন ব্যক্তি জরুরি কিছু ফুটেজ সরিয়েছিল, তাকেও খোঁজার চেষ্টায় আছেন তাঁরা। শুক্রবার রাজ-শিল্পার জুহু বাংলো তল্লাশি করে মুম্বই পুলিশ।

বহু বছর পর ‘হাঙ্গামা ২’ ছবির হাত ধরে কামব্যাক করছিলেন শিল্পা। সুপার ডান্সার সিজন ৪-এও তিনি বিচার ছিলেন। রাজ গ্রেফতার হওয়ার কারণে শুটিংয়ে যে পারেননি শিল্পা। সেই কারণে সুপার ডান্সারে তাঁকে রিপ্লেস করেছেন করিশ্মা কাপুর।

আরও পড়ুনMahesh Babu: রামায়ণে ‘রাম’ নেই, খোঁজ চলছে রামের; মুখ ফেরালেন মহেশ বাবু

Next Article