হৃত্বিক রোশন বলিউডের অন্যতম সফল অভিনেতা । তবে নেপোটিজ়মের তকমা ঝেড়ে কয়েকদিনের মধ্যেই হৃত্বিক নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন বলিউডে। না, কয়েকটা দিন বললে ভুল বলা হবে, প্রথম ছবি থেকেই হৃত্বিককে নিয়ে দর্শকদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কহো না পেয়ার হ্যায় ছবি মুক্তির পর থেকে টানা ছয় মাস ছিল তার রেশ। ছবির বিপুল জনপ্রিয়তা দেখে প্রত্যেকটা মানুষ যখন প্রশংসায় পঞ্চমুখ তখন হৃত্বিকের। তবে তখন হৃত্বিকের কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা হয়তো অনেকেরই জানা নেই।
হাজার হাজার মানুষ যখন তাঁকে খুঁজছে, তখন হৃত্বিক রোশন তড়িঘড়ি বাড়িতে ঢুকে দরজা দিয়ে বসেছিলেন। প্রকাশ্যে এসে সকলের সঙ্গে দেখা করা, সাফল্য উপভোগ করা, কোনটাই ছিল না তাঁর তালিকায়। বরং বাড়িতে কারও সঙ্গে কথা বলতেন না হৃত্বিক। দরজা বন্ধ করে থেকেছিলেন দিনের পর দিন। কারণ হিসেবে একটা সময় হৃত্বিক নিজেই জানিয়েছিলেন তাঁর মনে হয়েছিল তিনি এই সাফল্য গ্রহণ করতে পারবেন না। সকলের এত আশা প্রত্যাশা বজায় রাখা পরবর্তী ছবি কেমন চলবে তাঁর মানসিক যন্ত্রণা এত মানুষের ভালবাসা গ্রহণ করে সকলের নায়ক হয়ে ওঠা এসব কিছু তাঁর পক্ষে সম্ভবপর নয়।
এমনটাই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন বাবা রাকেশ রোশনকে। যদিও রাকেশ রোশন জানতেন তাঁর সন্তানকে ঠিক কোন পথে কীভাবে চালনা করতে হবে। তাই হৃত্বিকের পেছনে কোনও পরিশ্রমে খামতি রাখেননি তিনি। ছেলের ছবির ব্যবসা থেকে শুরু করে ছবি প্রযোজনা ছবি পরিচালনায় নজর রাখা, হৃত্বিককে নিয়ে একটা সময়ের পর রাকেশ রোশন রীতিমতো চিন্তায় থাকতেন। একের পর এক বক্স অফিসে ছবি যখন ব্যর্থ হচ্ছে তখনই রাকেশ রোশন স্থির করেছিলেন ঋত্বিককে নিয়ে অন্য ছকে ছবি তৈরি করবেন। সেখান থেকেই জন্ম নেয় কৃষ ছবির ধারণা। যা আজও বলিউডের অন্যতম জনপ্রিয় হিট সিরিজ।