Kajol-Ajay: ছাড়ছেন মুম্বই! কলকাতায় চলে আসছেন কাজল; অজয়ের সঙ্গে আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত কেন?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 11, 2023 | 1:56 PM

Kajol-Kolkata Shooting: ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে কলকাতায় চলে আসছেন কাজল। থাকবেন না স্বামী অজয় দেবগণের সঙ্গে। কেন এই আলাদা থাকার সিদ্ধান্ত। অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চনের মতোই কি দাম্পত্য কলহ হচ্ছে কাজল-অজয়ের?

Kajol-Ajay: ছাড়ছেন মুম্বই! কলকাতায় চলে আসছেন কাজল; অজয়ের সঙ্গে আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত কেন?
কাজল।

Follow Us

‘সালাম ভেঙ্কি’ ছবির পর আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন কাজল। সেই ছবির প্রযোজক আবার তাঁর স্বামী অভিনেতা অজয় দেবগণ। ছবির শুটিংয়ের জন্য নাকি কলকাতায় আসতে পারেন কাজল। এবং তিনি নাকি কলকাতায় থাকবেন বেশ কিছুদিন। ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে শুরু কবে হবে সেই ছবির শুটিং। সুতরাং, সেই সময় কলকাতায় আসবেন কাজল।

এর আগে ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন কাজল। এবার ফের ছবির শুটিংয়ের জন্য আসবেন কলকাতায়। যে ছবি প্রযোজনা করছেন অজয় এবং অভিনয় করছেন কাজল, সেই ছবির নাম ‘মা’। বলাই বাহুল্য, এক মায়ের চরিত্রেই কাজলকে দেখা যাবে ছবিতে। তবে তাঁর সঙ্গে কোন অভিনেতাদের দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

অভিনেত্রী তনুজার কন্যা কাজল। বাবা তনু মুখোপাধ্য়ায় বাঙালি পরিচালক। কলকাতার বাড়ি। কাজলের বিয়ে হয়েছে পঞ্জাবী পরিবারে। তবে বাবা বাঙালি হওয়ার সূত্রে কাজলের মধ্যে বাঙালিয়ানা ভরপুর। মুম্বইতে ঘটা করে দুর্গা পুজো পালন করেন তিনি। প্রয়াত পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে এক সিঙ্গল মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। এবং সেই ছবিতে তাঁর ছেলের চরিত্র দেখা গিয়েছিল ঋদ্ধি সেনকে।

অন্যদিকে অজয় দেবগণ একাধিক বাঙালি অভিনেতাকে নিয়ে তৈরি করেছেন তাঁর প্রযোজিত হিন্দি ছবি ‘ময়দান’। ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ, অমর্ত্য রায়ের মতো অভিনেতারা। সেই ছবি শেষ হওয়ার পর ‘মা’ ছবির জন্য তোড়জোড় শুরু করেছে অজয় দেবগণের প্রযোজনার সংস্থা।

Next Article