Brahmastra: ঋষি কাপুরকে ব্রহ্মাস্ত্র ছবির খবর কেন জানাতে চাননি রণবীর কাপুর, নিজেই জানালেন কারণ
Promotion: ব্রহ্মাস্ত্র ত্রয়ী সম্প্রতি দিল্লিতে একটি প্রমোশনে উপস্থিত হয়েছিলেন। যেখানে তাঁরা তাঁদের চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র সম্পর্কে নানা কাহিনি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে।
বর্তমানে রণবীর কাপুর স্ত্রী আলিয়া ভাট এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ব্রহ্মাত্রের প্রচারে ব্যস্ত। ব্রহ্মাস্ত্র ত্রয়ী সম্প্রতি দিল্লিতে একটি প্রমোশনে উপস্থিত হয়েছিলেন। যেখানে তাঁরা তাঁদের চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র সম্পর্কে নানা কাহিনি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। ছবিটি সম্পর্কে অনেক আকর্ষণীয় তথ্য প্রকাশ করার পাশাপাশি, রণবীর আর ও জানান যে কেন তিনি তাঁর বাবা ঋষি কাপুরকে ব্রহ্মাস্ত্রের শুটিং সম্পর্কে কিছুই বলতে চাননি। কারণ নিজেই খুলে বলেন রণবীর। একটি ছবি শেষ হতে সময় লেগে যাবে ৫ বছর, কিন্তু হলেও আন্দাজ করেছিলেন তাঁরা। সেই কারণেই ঋষি কাপুরকে এই বিষয় তিনি অবগত রাখেননি।
দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে, রণবীর কাপুর আরও জানিয়ে ছিলেন যে, তিনি তাঁর বাবা ঋষি কাপুরকে ছবিটির শুটিং সম্পর্কে বলবেন না বলেই স্থির করেছিলেন। তিনি আরও ভেবে ছিলেন যে, আদৌ তাঁর এই পরিস্থিতি কেউ বুঝতে পারবে কি না। এদিকে, রণবীর সম্প্রতি আইএমডিবি-র সঙ্গে একটি সাক্ষাত্কারে জানান, যে ব্রহ্মাস্ত্র এখন তাঁর এবং আলিয়ার ডিএনএর অংশে পরিণত হয়েছে। ছবি সম্পর্কে রণবীর জানান, “ব্রহ্মস্ত্র এখন আমাদের ডিএনএর অংশ। পাঁচ বছর হয়ে গেছে। অয়ন, আলিয়া এবং আমিও সত্যিই ঘনিষ্ঠ বন্ধু। তাই আমাদের জীবনের প্রতিটি অনুষ্ঠানে, সে জন্মদিন হোক, দীপাবলি হোক, বড়দিন হোক, আমাদের বিয়েতেও, আমরা সর্বদা ব্রহ্মস্ত্র সম্পর্কে কথা বলতাম। সুতরাং, এটি আমাদের সিস্টেমকে কখনই ছেড়ে যেতে পারেনি, “।
ছবি বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি এই ছবি মর্মে একটি তথ্য শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ব্রহ্মাস্ত্র অস্ট্রেলিয়ায় ৩০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে। ৯ সেপ্টেম্বর ছবির মুক্তি। তারই আগে রেকর্ড টিকিট বিক্রির খবর সামনে উঠে আসতে দেখা দিয়েছে। কখনই প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে ছবির ব্যবসা, কখনও আবার বক্স অফিস। সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ছবি প্রতিটি খবর।