Taapsee-Rishi: তাপসী পান্নুকে ‘একজন অভিজ্ঞ’ অ্যাখা কেন দিয়েছিলেন ঋষি কাপুর?

Taapsee-Rishi: ‘চশমে বদ্দুর’ ছাড়াও তাপসী ও ঋষি ‘মুলক’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায়।

Taapsee-Rishi: তাপসী পান্নুকে 'একজন অভিজ্ঞ' অ্যাখা কেন দিয়েছিলেন ঋষি কাপুর?
তাপসী পান্নু, ঋষি কাপুর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 9:25 PM

তাপসী পান্নু (Taapsee Pannu) ২০১০ সালে দক্ষিণ ভারতীয় ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন। ২০১৩ সালে ‘চশমে বদ্দুর’ ছবি দিয়ে শুরু বলিউড ডেবিউ। ২০১৩ সালের মধ্যে তাঁর প্রায় ১০টি ছবি হয়ে গিয়েছিল দক্ষিণে। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে তাপসী বলেছিলেন, “আমি যখন নয় বছর আগে বলিউডে আসি, তখন ‘চশমে বদ্দুর’ মুক্তি পেয়েছিল, আমাকে বলা হয়েছিল যে আপনাকে আক্ষরিক অর্থে এই সত্যটি মুছে ফেলতে হবে যে আপনি দক্ষিণ থেকে এসেছেন, কারণ লোকেরা আপনাকে দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর মতো দেখতে শুরু করবে। আমি বলেছিলাম, “ইয়ার ম্যায়নে ইতনি মেহনত করি হ্যায় ওহাপে, (আমি ওখানে কত পরিশ্রম করেছি) কেন এটাকে সম্পদ হিসেবে দেখা হয় না?” আমি বেশ কতগলো ভাল কাজ করেছি দক্ষিণে, শুধু তাই নয়, সেখানে কিছু সত্যিই ভাল এবং বিশ্বাসযোগ্য কিছু মানুষের সঙ্গে কাজ করেছি।”

তাপসী যখন ‘চশমে বদ্দুর’ ছবির শুটিং করছিলেন, তখন ছবির সেটে ঋষি কাপুর তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে আপনি দক্ষিণে কয়টি চলচ্চিত্র করেছেন?’ উত্তরে নায়িকা জানিয়েছিলেন ১০ এবং ১১ তম ছবিতে কাজ করছেন। এবং যখন তাঁর প্রথম ছবি মুক্তি পায়, তখন ১২টি দক্ষিণের ছবিতে কাজ হয়ে যায়। সেই সময় তাপসীর ঋষি স্যার তাঁক বলেছিলেন,  ‘আরে তু তো ভেটারান হ্যায়!’ (আরে তুই তো একজন অভিজ্ঞ)। তাপসী এত কাজ করেছেন জেনে ঋষি কাপুর হতবাক হয়েছিলেন। ‘চশমে বদ্দুর’ ছাড়াও তাপসী ও ঋষি ‘মুলক’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায়।

তাপসী এই মুহূর্তে বেশ কয়েকটি ভাল কাজ করছেন। ভারতের জাতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’ ছবিতে তাপসী নাম ভূমিকায় অভিনয় করছেন। এই ছবি মুক্তির অপেক্ষায়। এছাড়াও তালিকায় রয়েছে ‘ওহ লড়কি হ্যায় কাহাঁ?’, ‘দোবারা’ এবং ‘ডানকি’।শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের বহুদিনের ইচ্ছে পূরণ হচ্ছে তাপসীর ‘ডানকি’ ছবিতে। এই কথা তিনি নিজেই জানিয়েছিলেন।