AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aradhya Bachchan: সকলের অলক্ষ্যেই বলিউডে ডেবিউ করলেন অভিষেক-ঐশ্বর্য কন্যা?

Viral News: আজ অর্থাৎ ১৮ অগাস্ট মুক্তি পেয়েছেন অভিষেক বচ্চনের 'ঘুমর' ছবি। আর সেখানেই বড় বড় করে ক্রেডিট লাইনে নাম লেখা যাচ্ছে আরাধ্যা বচ্চনের।

Aradhya Bachchan: সকলের অলক্ষ্যেই বলিউডে ডেবিউ করলেন অভিষেক-ঐশ্বর্য কন্যা?
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 3:27 PM
Share

বলিউডের একে একে পা রাখছে বহু স্টারকিড। অতীত থেকে শুরু করে বর্তমান, সিনেপাড়ায় স্টারকিডদের অভাব নেই। তবে প্রত্যেকেই যে বাবা, মা কিংবা পরিবারের সুবাদে বলিউডে বিশাল জায়গা করে নিয়েছেন, এমনটা নয়। প্রথম কাজ সাহায্য পেয়ে জুটলেও, বলিউডে টিকে থাকার লড়াইটা কিন্তু বেশ কঠিন। এবার সেই লড়াইতেই নাম লেখালেন শাহরুখ কন্যা সুহানা খান, পাশাপাশি শ্রীদেবী কন্যা খুশি কাপুর। এই খবর কারও অজানা নয়। তবে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বলিউডের পা রাখলেন, সে খবর কি কারও জানা আছে! আজ অর্থাৎ ১৮ অগাস্ট মুক্তি পেয়েছেন অভিষেক বচ্চনের ঘুমর ছবি। আর সেখানেই বড় বড় করে ক্রেডিট লাইনে নাম লেখা যাচ্ছে আরাধ্যা বচ্চনের।

তবে কি এই ছবি মাধ্যমে বাবার হাত ধরে ডেবিউ করলেন আরাধ্যা? খবর ছড়িয়ে পড়তে এই প্রশ্ন তুঙ্গে। তবে না, এমনটা মোটেও করেনি সে। বরং এই ছবিতে তার এক বিশেষ ভূমিকা রয়েছে। পর্দার সামনে নয়, পর্দার পেছনে ছবির পরিচালককে এমন এক আইডিয়া দিয়েছিলেন, যা গ্রহণ করতে তৎক্ষণাৎ বাধ্য হন পরিচালক। তিনি ভেবেছিলেন আরাধ্যার এই আইডিয়া ছবির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এক বিশেষ দৃশ্যে অভিষেক বচ্চন কী করবেন, তা নিয়ে কথাবার্তা চলছিল। সেই মিটিংয়ে উপস্থিত ছিল আরাধ্যা। হঠাৎ করে বলে বসে, বাবা, এইখানে নাচলে কেমন হয়? এই কথা শোনা মাত্রই পরিচালক ভাবেন, এর থেকে ভাল কিছু আর হতেই পারে না। তিনি তড়িঘড়ি আরাধ্যার এই আইডিয়া ছবির জন্য গ্রহণ করে নেন। তারপরই স্থির করেন তিনি আরাধ্যাকে বিশেষ সম্মান দেবেন। সেই কারণেই ছবির ক্রেডিট লাইনে আর আরাধ্যা বচ্চনের নাম জ্বলজ্বল করছে। বচ্চন পরিবারের মেয়ে, তার রক্তে সিনেমা। আরাধ্যা মাত্র ১১ বছর বয়সে এক পরিচালককে যেভাবে বুদ্ধি দিয়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বোঝাই যাচ্ছে সিনেমা সম্পর্কে তাঁর ধারণা, তাঁর দর্শন তৈরি হচ্ছে সে বিষয় বলিউডেই পা রাখবে, তা আর আলাদা করে অনুমানের অপেক্ষা রাখে না।