
বলিউডের বক্স অফিসের ছবিটা বর্তমানে বেজায় কঠিন। কখনও লাখে কখনও আবার ১০-১২ কোটিতে হচ্ছে ওপেনিং। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রহ্মাস্ত্র কি হতে চলেছে বিটাউন ছন্দে ফেরানোর তুরুপের তাস! এখন এমনই প্রশ্ন ঘুরছে সিনে বিশেষজ্ঞদের মনে। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই ছবি কি পারবে দক্ষিণী দাপটের পাশাপাশি বলিউডকে ছন্দে ফেরাতে! সাম্প্রতিক কালে বলিউডের সঙ্গে দক্ষিণের এক ঠাণ্ডালড়াই চোখে পড়ে। কোথাও গিয়ে যেন বারে বারে দক্ষিণী স্টারেরা ছক্কা হাকাচ্ছেন বক্স অফিসে। আর বলিউড!
বাঘাবাঘা সেলেবদের ছবিও বসে যাচ্ছে। কখনও রণবীর সিং, কখনও আবার আমির খান কিংবা অক্ষয় কুমার। বলিউডকে ছন্দে ফেরাতে মরিয়া হলেও ফলে মিলছে না কিছুই। এবার রণবীর আলিয়া জুটির পালা। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে এই ছবি। রিল লাইফ ও রিয়েল লাইফ যেখানে মিলে মিশে একাকার। সকলের নজরের কেন্দ্রে থাকা জুটির হাত ধরেই কী ফিরবে ভাগ্য! যে ছবি পাল্টে দিয়েছে রণবীর ও আলয়ার জীবনের গ্রাফ, সেই ছবি কি পারবে বলিউডের আশা পূরণ করতে।
মাসখানেক আগে মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ঘিরে আজও চর্চা তুঙ্গে। যশ অভিনীত ছবি কেজিএফ। যা নিয়ে প্রথম থেকেই তুঙ্গে ছিল চর্চা। প্রথম দিনই এই ছবি আয় করেছিল ৫৪ কোটি টাকা। সেই সীমা কি ছুঁতে পারবে ব্রহ্মাস্ত্র প্রশ্ন এখন সেখানে। যেখানে বলিউডে একএকটি ছবির মোট আয় যেখানে ৫০ পেরতে হিমশিম খাচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রথমদিন এই ছবির এতটাকা আয় এখন অনেকের কাছেই অবিশ্বাস্য। যদিও একাধিক স্টার ও কেন্দ্রিয় জুটিকে ঘিরে দর্শকদের মনে চাহিদা তুঙ্গে হওয়ার কারণে এই প্রসঙ্গ খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই একাংশের মতামত।