রাত পোহালেই মুক্তি পেতে চলেছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি টাইগার থ্রি। শুরু থেকেই এই ছবি নিয়ে চর্চা ছিল তুঙ্গে, ক্যাটরিনা কাইফ বিয়ের পর তড়িঘড়ি এই ছবির শুটিংয়ে যুক্ত হয়েছিলেন। ভারত ছবির পর আবার পর্দায় ফিরতে চলেছে এই জুটি। সেই অপেক্ষার পালা এবার শেষ। রবিবার অর্থাৎ ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফের ছবি টাইগার থ্রি। দিওয়ালি মরসুমে ছবি দর্শকদের পাতে উপহার দিলেন ভাইজান, বিশেষ বিশেষ দিনে ছবি মুক্তি নিয়ে একটু বেশি সচেতন সলমন। ঈদ দিওয়ালি এই মরসুমগুলোতে তাঁর ছবি থাকবে না, এমনটা যেন হতেই পারে না। তবে বক্স অফিসে এই ছবি যে ভাল প্রভাব ফেলতে চলেছে, তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। অগ্রিম টিকিট বুকিং-এর তালিকা দেখেই তা বোঝা যায়। তবে সত্যি কি সলমন খানের এই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলবে?
কারণ সোশ্যাল মিডিয়া চোখ রাখলে ইতিমধ্যেই নজরে পড়ছে, ছবির নিষিদ্ধ হওয়ার জল্পনা। ভারতের সেন্সর বোর্ডে এই ছবি পাস করে গেলেও ইসলামিক দেশগুলোতে এই ছবিকে ছাড়পত্র দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান। বিশেষ করে কুয়েত ওমান ও কাতারে এই ছবির মুক্তি নিয়ে একটি প্রশ্ন দেখা গিয়েছে। শোনা যাচ্ছে ক্যাটরিনা ক্যাফে তোয়ালে পরে অ্যাকশন দৃশ্য কিংবা বিশেষ কোনও সংগঠনের উপস্থিতি ছবিতে সমস্যা সৃষ্টি করতে পারে। আর তার জেড়েই নাকি এই কয়েকটি দেশ টাইগার থ্রি বড় পর্দায় মুক্তি ছাড়পত্র দিতে নাও রাজি হতে পারে। যদি এমনটা ঘটে, তবে সেক্ষেত্রে ১০ কোটি টাকার ক্ষতির মুখ দেখতে হতে পারে এই ছবিকে। তবে এই খবরে এখনও কোনও সিলমোহর পড়েনি। সোশ্যাল মিডিয়া চর্চার কেন্দ্রে তা জায়গা করে নেওয়ায় এখন ভক্তদের নজরে এসেছে বিষয়টি। রাত পোহালেই বোঝা যাবে মোট ক’টা প্রেক্ষাগৃহে ক’টা দেশের সলমন খানের এই ছবি মুক্তি পেল।